প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হ্যাংঝৌ-তে এশিয়ান গেমস ২০২২-এ ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে সিফ্ট কৌর সামরা, আশি চোক্সি এবং মানিনী কৌশিকের মহিলা দলের রৌপ্য পদক জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;
“৫০ মিটার রাইফেল ৩ পজিশনে আমাদের প্রতিভাময়ী ও নিষ্ঠাবান মহিলা দল এশিয়ান গেমসে রৌপ্য পদক জিতেছে। তারা অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন। সিফ্ট কৌর সামরা, আশি চোক্সি এবং মানিনী কৌশিককে অভিনন্দন।”
Our dedicated and talented 50m Rifle 3 Positions Women's Team has clinched a well-deserved Silver Medal in the Asian Games. They have demonstrated extraordinary talent. Congratulations to Sift Kaur Samra, Ashi Chouksey and Manini Kaushik. pic.twitter.com/5HL6l9T8Fz
— Narendra Modi (@narendramodi) September 27, 2023