প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ৭ নম্বর লোককল্যাণ মার্গে শিশুদের সঙ্গে রাখি বন্ধন উদযাপন করেছেন।
শিশুরা প্রধানমন্ত্রীর হাতে রাখি পরিয়ে দেয়। তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। শিশুরা সম্প্রতি চন্দ্রযান-৩ –এর সাফল্যে তাদের সদর্থক অনুভূতি ভাগ করে নেয় এবং আসন্ন আদিত্য এল-১ মিশনের বিষয়ে তাদের উৎসাহ প্রকাশ করেছে।
কথা বলার সময় শিশুরা প্রধানমন্ত্রীকে কবিতা এবং গান শোনায়। শিশুদের কথা শুনে মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রী তাদের জনসাধারণের সুবিধার্থে সরকারি প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে কবিতা লেখার জন্য উৎসাহিত করেন। আত্মনির্ভরতার গুরুত্ব ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী শিশুদের ভারতের তৈরি পণ্য ব্যবহারের পরামর্শ দেন।
একাধিক শিক্ষার্থী তাদের শিক্ষকদের সঙ্গে এই উৎসব উদযাপনে অংশ নেয়। অসরকারি সংগঠনের প্রতিনিধি, বৃন্দাবনের বিধবা এবং অন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।