চীনের হ্যাংঝাউ-তে এশিয়ান প্যারা গেমস ২০২২-এ পুরুষদের হাই জাম্প টি-৪৭ প্রতিযোগিতায় স্বর্ণ পদক জেতার জন্য নিষাদ কুমারকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন:
“পুরুষদের হাই জাম্প টি-৪৭-এ স্বর্ণ পদক জয়ের জন্য নিষাদ কুমারকে আন্তরিক অভিনন্দন। তিনি অসাধারণ দক্ষতা ও দৃঢ় সংকল্পের পরিচয় দিয়েছেন। সমগ্র দেশ অত্যন্ত গর্ব এবং আনন্দের সঙ্গে এই সাফল্য উদযাপন করছে”।
Heartiest congratulations to @nishad_hj for the prestigious Gold Medal win in Men's high jump T47. His performance showcased sheer determination and unparalleled skill. The entire nation celebrates this monumental achievement with great pride and joy. pic.twitter.com/NMilEdhkiA
— Narendra Modi (@narendramodi) October 23, 2023