চীনের হ্যাংঝাউ-তে এশিয়ান প্যারা গেমস ২০২২-এ ব্যাডমিন্টন মিক্সড ডাবলস এসএল৩-এসইউ৫ বিভাগে ব্রোঞ্জ জেতায় প্রমোদ ভগৎ ও মণীষা রামাদাস-কে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন:
“চীনের হ্যাংঝাউ-তে এশিয়ান প্যারা গেমস ২০২২-এ ব্যাডমিন্টন মিক্সড ডাবলস এসএল৩-এসইউ৫ বিভাগে ব্রোঞ্জ জেতায় প্রমোদ ভগৎ ও মণীষা রামাদাসের চনমনে জুটিকে অভিনন্দন। অসাধারণ এই সাফল্যকে ভারত সীমাহীন গর্বের সঙ্গে উদযাপন করছে!”
Congratulations to the dynamic duo of @PramodBhagat83 and Manisha Ramadass for securing the Bronze Medal in the Badminton Mixed Doubles SL3-SU5 event at the Asian Para Games. India celebrates this remarkable achievement with pride beyond measure! pic.twitter.com/05WXwY3HSy
— Narendra Modi (@narendramodi) October 25, 2023