চীনের হ্যাংঝাউ-তে এশিয়ান প্যারা গেমস ২০২২-এ পুরুষদের ২০০ মিটার টি ৩৫ প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয়ের জন্য নারায়ণ ঠাকুর-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন:
“এশিয়ান প্যারা গেমসে পুরুষদের ২০০ মিটার টি ৩৫-এ ব্রোঞ্জ পদক জয়ের জন্য নারায়ণ ঠাকুর-কে অভিনন্দন।
তাঁর অসাধারণ দৌড় ক্ষমতা এবং অদম্য ইচ্ছাশক্তি আমাদের দেশের জন্য সম্মান এনে দিয়েছে।”
Compliments to @Narayan38978378 for bringing home the Bronze Medal in Men's 200m T35 at the Asian Para Games. His incredible sprint and unwavering spirit have brought honour to our nation. pic.twitter.com/adY6F1JLXB
— Narendra Modi (@narendramodi) October 25, 2023