প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চীনের হাংঝাউতে ২০২২ এশিয়ান প্যারা গেমসে পুরুষদের ১০০ মিটার – টি৩৫ প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জেতার জন্য নারায়ণ ঠাকুরকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন:
“এশিয়ান প্যারা গেমসে দ্বিতীয় পদক জেতার জন্য নারায়ণ ঠাকুরকে অভিনন্দন।
পুরুষদের ১০০ মিটার – টি৩৫ প্রতিযোগিতায় এই ব্রোঞ্জ তাঁর অভূতপূর্ব দক্ষতা এবং শ্রেষ্ঠত্বের জন্য অদম্য মনোভাবের পরিচায়ক।”
Congratulations to @Narayan38978378 on winning his second medal at the Asian Para Games.
— Narendra Modi (@narendramodi) October 26, 2023
This Bronze in the Men's 100m-T35 event is a testament to his incredible talent and unwavering commitment to excellence. pic.twitter.com/gIqZ3vUMbR