প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিকশিত ভারত সংকল্প যাত্রায় বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রাপকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং – এর মাধ্যমে মতবিনিময় করেছেন। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশে ভাষণ দেন।
দেশ জুড়ে বিকশিত ভারত সংকল্প যাত্রায় হাজার হাজার সুবিধাপ্রাপক যোগ দেন। কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং স্থানীয় পর্যায়ের প্রতিনিধিরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রী যে সকল সুবিধাপ্রাপকদের সঙ্গে মতবিনিময় করেছেন, তাঁদের মধ্যে ছিলেন – ত্রিপুরার চা বাগানের একজন কর্মী শ্রী অর্জুন সিং। শ্রী সিং পিএম আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা, বিনামূল্যে শৌচালয় নির্মাণ প্রকল্পের সুবিধা পেয়েছেন। ১ লক্ষ ৩০ হাজার টাকা সহায়তা পাওয়ায় তিনি আজ কাঁচা বাড়ির পরিবর্তে পাকা বাড়িতে বসবাস করছেন। তিনি এখন উনুনের পরিবর্তে রান্নার গ্যাস ব্যবহার করছেন। এইভাবে তাঁর জীবনে আমূল পরিবর্তন এসেছে। শ্রী সিং প্রধানমন্ত্রীকে জানান, ‘মোদী কি গ্যারান্টি কি গাড়ি’র বিষয়ে তাঁর গ্রাম সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে উৎসাহের সৃষ্টি করেছে। কোনও সমস্যা ছাড়াই সরকারি প্রকল্পগুলির সুবিধা, পৌঁছনোয় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন।