প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গান্ধী জয়ন্তী উপলক্ষে গান্ধী স্মৃতিস্মারকে আয়োজিত এক প্রার্থনা সভায় যোগ দেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “গান্ধী স্মৃতিতে #GandhiJayanti.-তে আয়োজিত এক প্রার্থনা সভায় যোগ দিয়েছি”।
Attended a prayer meeting at Gandhi Smriti on the occasion of #GandhiJayanti. pic.twitter.com/40bR7RKPoR
— Narendra Modi (@narendramodi) October 2, 2022