India and Bangladesh must progress together for the prosperity of the region: PM Modi
Under Bangabandhu Mujibur Rahman’s leadership, common people of Bangladesh across the social spectrum came together and became ‘Muktibahini’: PM Modi
I must have been 20-22 years old when my colleagues and I did Satyagraha for Bangladesh’s freedom: PM Modi

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দুদিনের বাংলাদেশ সফরকালে সে দেশের জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব মোহম্মদ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা,  মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহেনা সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মূল অনুষ্ঠানটি হয় তেজগাঁওয়ের জাতীয় প্যারেড স্কোয়ারে। বাংলাদেশের জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণে জাতীয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কোরান, ভাগবত গীতা, ত্রিপিটক এবং বাইবেল সহ পবিত্র গ্রন্থ থেকে পাঠ করা হয়।


বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে লোগো উন্মোচনের পর 'দ্যা শাশ্বত মুজিব' নামে একটি ভিডিও প্রদর্শন করা হয়। একটি থিম সং এর আয়োজন করা হয়। এর পাশাপাশি 'অনন্ত কালীন মুজিব' নামে একটি অ্যানিমেশন ভিডিও উপস্থাপনা করা হয়। এছাড়া বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একটি বিশেষ অনুষ্ঠানও প্রদর্শিত হয়।

মুজিব বর্ষ উদযাপন কমিটির প্রধান কর্মকর্তা কামাল আবদুল নাসের চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেওয়া ভারতের সশস্ত্র বাহিনীর প্রবীনদের উপস্থিতির জন্য উষ্ণ অভিনন্দন জানান।


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২০ সালের গান্ধী শান্তি পুরস্কার মরণোত্তর ভাবে শেখ মুজিবুর রহমানকে দেওয়ার কথা ঘোষণা করে সেই পুরস্কার তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার হাতে তুলে দেন। সেদেশের অহিংস আন্দোলনে এবং সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারে বঙ্গবন্ধুর অসামান্য অবদানের কথা শ্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিকের কথা উল্লেখ করেন।শেখ রেহানা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর হাতে চিরন্তন মুজিব মেমেন্টো প্রদান করেন।


ওই অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব মোহম্মদ আব্দুল হামিদ ভারতের প্রধানমন্ত্রী ও এদেশের জনগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকার তিনি প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে করোনা অতিমারি সত্বেও শ্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে অনুষ্ঠানে যোগ দেওয়ায় আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ সরকারকে সর্বতোভাবে সহযোগিতার জন্য তিনি ভারত সরকারের প্রশংসা করেন।


এই অনুষ্ঠানে পণ্ডিত অজয় চক্রবর্তী রাগ সংগীত পরিবেশন করে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখেন। সংগীত পরিচালক এ আর রহমানের একটি উপস্থাপনা অনেকেরই মন জয় করে। সেদিনের ওই অনুষ্ঠান সঙ্গীত, নৃত্য এবং নাট্য পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয়।

সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
'You Are A Champion Among Leaders': Guyana's President Praises PM Modi

Media Coverage

'You Are A Champion Among Leaders': Guyana's President Praises PM Modi
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi congratulates hockey team for winning Women's Asian Champions Trophy
November 21, 2024

The Prime Minister Shri Narendra Modi today congratulated the Indian Hockey team on winning the Women's Asian Champions Trophy.

Shri Modi said that their win will motivate upcoming athletes.

The Prime Minister posted on X:

"A phenomenal accomplishment!

Congratulations to our hockey team on winning the Women's Asian Champions Trophy. They played exceptionally well through the tournament. Their success will motivate many upcoming athletes."