QuoteToday, with the grace of Sri Sri Harichand Thakur ji, I have got the privilege to pray at Orakandi Thakurbari: PM Modi
QuoteBoth India and Bangladesh want to see the world progressing through their own progress: PM Modi in Orakandi
QuoteOur government is making efforts to make Orakandi pilgrimage easier for people in India: PM Modi

c
|
|

প্রধানমন্ত্রী দু-দিনের বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে ওড়াকান্দিতে হরি মন্দিরে গিয়ে ঈশ্বরের আর্শিবাদ প্রার্থণা করেন এবং পুজ্য ঠাকুর পরিবারের বংশধরদের সঙ্গে মিলিত হন।

ওড়াকান্দিতে প্রধানমন্ত্রী মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের উদ্দেশে ভাষণ দেন। এই ওড়াকান্দি থেকেই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরজি সমাজ সংস্কারের লক্ষ্যে তাঁর আধ্যাত্মিক বার্তা ছড়িয়ে দিয়েছিলেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ভারত ও বাংলাদেশ উভয়ই তাদের অগ্রগতি ও উন্নয়নের মাধ্যমে সমগ্র বিশ্বের প্রগতি দেখতে চায়। উভয় দেশই বিশ্ব থেকে অস্থিরতা, সন্ত্রাস ও অশান্তির পরিবর্তে স্থিতিশীলতা, শান্তি ও করুণা প্রার্থণা করে। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরজিও আমাদের একই মূল্যবোধ দিয়ে গেছেন।

|

 

|

 

|

প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত আজ 'সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস' এই মন্ত্রকে অনুসরণ করে এগিয়ে চলেছে। বাংলাদেশ তার উন্নয়নের যাত্রাপথে ‘সহযাত্রী’ আদর্শ অনুসরণ করছে। একইসঙ্গে, বাংলাদেশ সমগ্র বিশ্বের কাছে উন্নয়ন ও পরিবর্তনের এক উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরছে। তাই, ভারতও বাংলাদেশের ‘সহযাত্রী’র প্রয়াসে সামিল হতে চায়।

প্রধানমন্ত্রী ওড়াকান্দিতে বালিকাদের জন্য মাধ্যমিক স্তরের বিদ্যালয়টির মানোন্নয়নের পাশাপাশি, সেখানে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী বলেন, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরজির জন্ম বার্ষিকী উপলক্ষ্যে ‘বারুনিস্নান’ অনুষ্ঠানে অংশ নিতে প্রতি বছর ভারত থেকে অগণিত মানুষ ওড়াকান্দিতে আসেন। তাই এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আসা ভক্ত ও পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থে আরও পদক্ষেপ গ্রহণ করা হবে।

সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
India’s Average Electricity Supply Rises: 22.6 Hours In Rural Areas, 23.4 Hours in Urban Areas

Media Coverage

India’s Average Electricity Supply Rises: 22.6 Hours In Rural Areas, 23.4 Hours in Urban Areas
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 22 ফেব্রুয়ারি 2025
February 22, 2025

Citizens Appreciate PM Modi's Efforts to Support Global South Development