প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মস্কোতে আয়েজিত আজ এক অনুষ্ঠানে রাশিয়ায় ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মতামত বিনিময় করেন। উপস্থিত সকলে সেখানে তাঁকে আন্তরিক স্বাগত জানান। 

 

|

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে ভারতীয় অভিবাসীদের উষ্ণ অভ্যর্থনায় আন্তরিক ধন্যবাদ জানান। ভারত-রুশ দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসারে তাঁদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। ১৪০ কোটি ভারতবাসীর তরফ থেকে প্রধানমন্ত্রী তাঁদের সাধুবাদ জানিয়ে বলেন, তাঁদের সঙ্গে তাঁর এই মতামত বিনিময় এক আলাদা তাৎপর্যও রয়েছে। তার কারণ তাঁর এই ঐতিহাসিক তৃতীয় সফরে এবারই তিনি প্রথম রাশিয়ায় ভারতীয় অভিবাসীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। 

 

|

ভারতে বিগত ১০ বছরে যে রূপান্তর প্রত্যক্ষ করা যাচ্ছে, প্রধানমন্ত্রী তার তার উল্লেখ করে বলেন, সমস্ত ভারতবাসীর কাছে এটা এক গর্বের বিষয়। প্রধানমন্ত্রী বলেন, তৃতীয়বার ক্ষমতায় এসে তাঁর সরকারের উদ্দেশ্য হল, ভারতকে বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশ হিসেবে গড়ে তোলা। ভারতের আর্থিক বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি বলেন, এই বৃদ্ধি বিশ্বস্তরের বৃদ্ধির পরিপূরক। কারণ ডিজিটাল, ফিনটেক, সবুজ উন্নয়নের সাফল্য আর্থ-সামাজিক ক্ষেত্রকে প্রভাবিত করে সাধারণ মানুষের ক্ষমতায়নে পরিপূরক হয়ে উঠেছে। ভারতের এই রূপান্তরমূলক সাফল্য সম্ভব হয়েছে ১৪০ কোটি ভারতবাসীর নিষ্ঠা, দায়বদ্ধতা এবং তাদের কাজের ফলস্রুতি স্বরূপ। প্রত্যেক ভারতবাসীই আজ ভারতকে একটি উন্নত দেশে পরিণত করার স্বপ্ন দেখেন। ভারত তার অবিচল দায়বদ্ধতার ফলে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জকে মোকাবিলা করে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে পৌঁছতে পারছে যার ফলে বিশ্ববন্ধু অর্থাৎ বিশ্বের বন্ধু হিসেবে বিশ্ব সমৃদ্ধির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি আরও বলেন, বিশ্ব সমস্যা মোকাবিলায় শান্তি, আলোচনা এবং কূটনীতির ভারতের আহ্বান এক গভীর সাড়া ফেলেছে। 

 

|

রাশিয়ার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করে গড়ে তুলতে ভারতীয় সম্প্রদায়কে সদর্থক মনোভাব নিয়ে এগিয়ে চলার আহ্বান জানিয়েছেন তিনি। কাজান এবং ইয়েকতারিনবার্গে দুটি নতুন ভারতীয় দূতাবাস খোলার সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, এর ফলে মানুষে মানুষে সম্পর্ক আরও প্রসারিত হবে। প্রধানমন্ত্রীর এই ঘোষণা ব্যাপক করতালি পায়। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে রাশিয়ায় ভারতীয় সম্প্রদায় ধরে রাখার প্রয়াসকে সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রী তাঁদের ভারতীয় ঐতিহ্যের এই প্রাণবন্ত শক্তিকে রাশিয়ার মানুষদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন।  

 

|

Click here to read full text speech

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
India’s fruit exports expand into western markets with GI tags driving growth

Media Coverage

India’s fruit exports expand into western markets with GI tags driving growth
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 22 ফেব্রুয়ারি 2025
February 22, 2025

Citizens Appreciate PM Modi's Efforts to Support Global South Development