কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তর দ্বারা আয়োজিত চিন্তন শিবিরে আজ অংশ নেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী এক ট্যুইটে বলেছেন;
“@DoPTGoI দ্বারা আয়োজিত চিন্তন শিবিরে অংশ নিলাম। আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়েছে দপ্তরের দক্ষতা ও সমন্বয় আরও বাড়ানোর বিভিন্ন দিকের ওপরে আলোকপাত করেছি।”
Attended the Chintan Shivir organised by @DoPTGoI. Interacted with officers and highlighted ways to further improve synergy and efficiency in the department. pic.twitter.com/OkHk68xNGq
— Narendra Modi (@narendramodi) February 18, 2023