QuoteThe warmth and affection of the Indian diaspora in Kuwait is extraordinary: PM
QuoteAfter 43 years, an Indian Prime Minister is visiting Kuwait: PM
QuoteThe relationship between India and Kuwait is one of civilizations, seas and commerce: PM
QuoteIndia and Kuwait have consistently stood by each other:PM
QuoteIndia is well-equipped to meet the world's demand for skilled talent: PM
QuoteIn India, smart digital systems are no longer a luxury, but have become an integral part of the everyday life of the common man: PM
QuoteThe India of the future will be the hub of global development, the growth engine of the world: PM
QuoteIndia, as a Vishwa Mitra, is moving forward with a vision for the greater good of the world: PM

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কুয়েত শেখ সাদ আল-আব্দুল্লাহ ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্সে 'হালা মোদী' অনুষ্ঠানে কুয়েতে বসবাসরত ভারতীয়দের এক বড় সমাবেশে ভাষণ দেন। ভারতে বিভিন্ন রাজ্যের নাগরিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

 

|

কুয়েতে বসবাসরত ভারতীয়রা প্রবল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, ভারত-কুয়েত সম্পর্ককে গভীরভাবে সমৃদ্ধ করে চলেছেন প্রবাসী ভারতীয়রা। দু-দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁকে আমন্ত্রণের জন্য কুয়েতের আমিরকে ধন্যবাদ জানিয়ে শ্রী মোদী বলেন, ৪৩ বছর পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী কুয়েত সফর করছেন। 

 

|

কুয়েতের বিকাশে সেখানে বসবাসরত ভারতীয়দের কঠোর পরিশ্রম, সাফল্য ও অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। ভারতীয়দের কল্যাণে কুয়েত সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন তিনি। কুয়েত এবং উপসাগরীয় এলাকায় বসবাসরত ভারতীয় শ্রমিকদের সহায়তায় ভারত সরকারের  অঙ্গীকারের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ই-মাইগ্রেট পোর্টাল সহ প্রযুক্তি নির্ভর বহু পদক্ষেপ নেওয়া হয়েছে। 

 

|

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে ভারতের "বিশ্ববন্ধু" দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। প্রযুক্তি, পরিকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের দ্রুত অগ্রগতি ও পরিবর্তনের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে ওঠা ছাড়াও ফিনটেকের ক্ষেত্রে ভারত আন্তর্জাতিক নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছে। আর্থিক অন্তর্ভুক্তি, মহিলা- পরিচালিত উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক বিকাশের মতো বিভিন্ন ক্ষেত্রে ভারতের সাফল্যের কথা উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ভারত ও কুয়েতের একসঙ্গে কাজ করার ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা রয়েছে। 

 

|

আগামী বছরের জানুয়ারিতে ভারতে অনুষ্ঠেয় প্রবাসী ভারতীয় দিবস এবং মহাকুম্ভে যোগ দেওয়ার জন্য ভারতীয়দের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। 

 

সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
Bharat Tex showcases India's cultural diversity through traditional garments: PM Modi

Media Coverage

Bharat Tex showcases India's cultural diversity through traditional garments: PM Modi
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi urges everyone to stay calm and follow safety precautions after tremors felt in Delhi
February 17, 2025

The Prime Minister, Shri Narendra Modi has urged everyone to stay calm and follow safety precautions after tremors felt in Delhi. Shri Modi said that authorities are keeping a close watch on the situation.

The Prime Minister said in a X post;

“Tremors were felt in Delhi and nearby areas. Urging everyone to stay calm and follow safety precautions, staying alert for possible aftershocks. Authorities are keeping a close watch on the situation.”