‘মেরি মাটি মেরা দেশ’ – এই অভিযান সর্বতোভাবে সফল হয়ে উঠুক এই প্রার্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, সারা দেশ থেকে সংগৃহীত একখণ্ড মাটি ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর স্বপ্নাদর্শকে বাস্তবায়িত করবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহের এক ট্যুইট বার্তার উত্তরে প্রধানমন্ত্রী তাঁর উত্তরে বলেছেন :
“অনেক অনেক শুভকামনা জানাই। ‘মেরি মাটি মেরা দেশ’ অভিযান আমাদের ঐক্য ও অখণ্ডতার চিন্তাদর্শে আরও বেশি করে শক্তি যোগাবে। সারা দেশ থেকে সংগৃহীত মাটির সাহায্যে এমন এক অমৃতবটিকা নির্মাণের স্বপ্ন সফল হবে যা ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর স্বপ্নকে বাস্তবায়িত করে তুলবে। আসুন, এই অমৃতকলস যাত্রায় সকলের আরও বেশি করে অংশগ্রহণ আমরা সুনিশ্চিত করি।”
बहुत-बहुत शुभकामनाएं! ‘मेरी माटी-मेरा देश’ अभियान हमारी एकता और अखंडता की भावना को और सशक्त करने वाला है। मुझे विश्वास है कि इसके तहत देशभर से जमा की गई मिट्टी से एक ऐसी अमृत वाटिका का निर्माण होगा, जो ‘एक भारत श्रेष्ठ भारत’ की कल्पना को साकार करेगा। आइए, इस 'अमृत कलश यात्रा' में… https://t.co/Dgucz1eZwK
— Narendra Modi (@narendramodi) September 1, 2023