প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী , যারা তৃণমূল স্তরে ব্যতিক্রমী কাজ করেন, অথচ প্রচারের আলোয় আসেন নি, এ ধরণের মানুষের নাম পদ্ম সম্মানের জন্য মনোনীত করতে সকলের উদ্দেশে আহ্বান জানিয়েছেন। ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত এই মনোনয়ন জমা দেওয়া যাবে।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ ভারতে অনেক প্রতিভাবান মানুষ আছেন, যারা তৃণমূল স্তরে ব্যতিক্রমী কাজ করেন, অথচ আমরা তাঁদের কথা জানিও না । আপনি কি এ ধরণের অনুপ্রেরণাদায়ক কাউকে চেনেন? তাহলে আপনি #PeoplesPadmaর জন্য তাঁর নাম মনোনীত করতে পারেন। আগামী ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত এই মনোনয়ন জমা দেওয়া যাবে।“
India has many talented people, who are doing exceptional work at the grassroots. Often, we don’t see or hear much of them. Do you know such inspiring people? You can nominate them for the #PeoplesPadma. Nominations are open till 15th September. https://t.co/BpZG3xRsrZ
— Narendra Modi (@narendramodi) July 11, 2021