আসামের তেজপুর বায়ুসেনা স্টেশনে সুখোই ৩০ এমকেআই যুদ্ধ বিমানে রাষ্ট্রপতি শ্রী দ্রৌপদী মুর্মুর উড়ানের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
ভারতের রাষ্ট্রপতির করা এক ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন;
“এটি প্রত্যেক ভারতীয়কে অনুপ্রাণিত করেছে! রাষ্ট্রপতিজি আবার ব্যতিক্রমী নেতৃত্বের নজির রেখেছেন।”
This has inspired every Indian! Rashtrapati Ji has time and again shown exceptional leadership. https://t.co/YWh1AxXVlB
— Narendra Modi (@narendramodi) April 9, 2023