প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপের ‘নিউট্রি গার্ডেন প্রোজেক্ট’-এর প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এই উদ্যোগের মাধ্যমে লাক্ষাদ্বীপের জনগণের নতুন কিছু শেখা ও নতুনকে গ্রহণ করার বিষয়ে আগ্রহ প্রকাশ পায়।
আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে এই প্রকল্পের আওতায় ১ হাজার কৃষককে বিভিন্ন সব্জির বীজ দেওয়া হয়। এছাড়াও, দেশীয় প্রজাতির ৭ হাজার মুরগি ছানা ‘ব্যাকওয়ার্ড পোল্ট্রি স্কিম’-এর আওতায় লাক্ষাদ্বীপের মহিলাদের মধ্যে বিতরণ করা হয়। যেসব পরিবারের আয় ৬০০ টাকার কম, সেইসব পরিবারের মহিলা সদস্যরাই এই প্রকল্পের সুবিধা পেয়েছেন।
লাক্ষাদ্বীপের উপ-রাজ্যপালের এক ট্যুইট বার্তার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন ;
“প্রশংসনীয় এক উদ্যোগ, উৎসাহব্যঞ্জক ফল! এই উদ্যোগের মধ্য দিয়ে লাক্ষাদ্বীপের মানুষের নতুন কিছু শেখা ও নতুনকে গ্রহণ করার বিষয়ে আগ্রহ প্রকাশ পায়।”
सराहनीय प्रयास, बेहतरीन परिणाम! इस पहल ने दिखाया है कि लक्षद्वीप के लोग नई चीजें सीखने और अपनाने को लेकर कितने उत्साहित रहते हैं। https://t.co/5UFl57RtjK
— Narendra Modi (@narendramodi) June 10, 2023