প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হিমাচল প্রদেশের বিলাসপুরে তাঁর ভাষণে দুই পড়ুয়ার করা সৃজনশীল শিল্পকর্ম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। প্রধানমন্ত্রী এই সৃজনশীল ছবির জন্য পড়ুয়াদের ধন্যবাদ জানান।
সাংবাদিক ডঃ অশ্বিনী শর্মার ট্যুইটকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন, “সৃজনশীল….উমঙ্গ ও পুণম’কে ধন্যবাদ”।
Creative…thank you Umang and Poonam. https://t.co/F41VrUusuV
— Narendra Modi (@narendramodi) October 6, 2022