প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের প্রবীন মহিলা নাগরিকদের জন্য আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানের প্রশংসা করেছেন।
গুজরাট সরকারের প্রতিমন্ত্রী শ্রী হর্ষ সাঙভি এক ট্যুইট বার্তায় জানিয়েছেন, গুজরাটের প্রবীন মহিলা নাগরিকদের জন্য একটি অনন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
এই ট্যুইট বার্তার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, “প্রশংসনীয় এক উদ্যোগ”।
Commendable. https://t.co/M4i0cMXIsD
— Narendra Modi (@narendramodi) March 26, 2023