প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সিরসার কৃষকদের পিএম মৎস্য সম্পদ যোজনার সুবিধা তুলে ধরার প্রয়াসের প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী বলেন, এই প্রয়াস মহিলা সশক্তিকরণের প্রতীক।
পিএমএমএসওয়াই-কে স্থানীয় কৃষকরা কীভাবে কাজে লাগাচ্ছেন তা নিয়ে সিরসার সাংসদ শ্রীমতী সুনিতা দুগ্গল-এর এক ট্যুইটের উত্তর দিচ্ছিলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেন;
“সিরসা থেকে আমাদের কৃষক ভাইবোনেদের এই প্রয়াসের মধ্যে দিয়ে পিএম মৎস্য সম্পদ যোজনার সুবিধাকে সামনে নিয়ে আসা হয়েছে। এটা মহিলা সশক্তিকরণেরও এক প্রতীক স্বরূপ।”
सिरसा में हमारे किसान भाई-बहनों का यह प्रयास जहां पीएम मत्स्य संपदा योजना के फायदों को सामने लाता है, वहीं यह महिला सशक्तिकरण का भी एक प्रतीक है। https://t.co/suPkEjpZvg
— Narendra Modi (@narendramodi) March 19, 2023