প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মিশন অমৃত সরোবর-এর প্রশংসা করেছেন এবং বলেছেন, দ্রুততার সঙ্গে দেশজুড়ে যে অমৃত সরোবর নির্মিত হচ্ছে তাতে অমৃতকালের জন্য আমাদের সঙ্কল্পে নতুন প্রাণশক্তি যোগাবে।
একটি ট্যুইটে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানিয়েছেন যে ৪০ হাজারের বেশি অমৃত সরোবর জাতির উদ্দেশে উৎসর্গ করা হয়েছে। তিনি আরও বলেছেন, ২০২৩-এর ১৫ আগস্টের মধ্যে ৫০ হাজার অমৃত সরোবর তৈরির লক্ষ্য আছে।
কেন্দ্রীয় মন্ত্রীর ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন :
“অনেক অনেক অভিনন্দন! যে দ্রুততার সঙ্গে দেশজুড়ে অমৃত সরোবর নির্মাণ হচ্ছে তাতে অমৃতকালে আমাদের সঙ্কল্পে নতুন প্রাণশক্তি সঞ্চার করবে।”
बहुत-बहुत बधाई! जिस तेजी से देशभर में अमृत सरोवरों का निर्माण हो रहा है, वो अमृतकाल के हमारे संकल्पों में नई ऊर्जा भरने वाली है। https://t.co/fdox1ia77m
— Narendra Modi (@narendramodi) April 5, 2023