কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ তাঁর এক ট্যুইট বার্তায় জানিয়েছেন যে বিএসএফ-কে আরও শক্তিশালী করে তুলতে বেশ কিছু উদ্যোগ গৃহীত হয়েছে। স্থাপন করা হয়েছে চারটি জয়েন্ট আউটপোস্ট। এছাড়া, দুটি আবাসিক কমপ্লেক্স এবং একটি অফিসার্স মেসও উদ্বোধন করা হয়েছে সাম্প্রতিককালে। এছাড়াও, আরও বেশি কিছু প্রকল্প রূপায়িত হয়েছে সর্বমোট ১০৮ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে।
স্বরাষ্ট্র মন্ত্রীর এই ট্যুইট বার্তার উত্তরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ট্যুইট করে জানিয়েছেন :
“এই উদ্যোগ দেশের সীমান্ত সুরক্ষাকে আরও মজবুত করে তুলবে। সেইসঙ্গে নির্ভীক বিএসএফ কর্মীদের জীবনযাত্রার মানও আরও উন্নত হয়ে উঠবে।”
Will augment our border security and also improve quality of living for the brave BSF personnel. https://t.co/bDh8lNcglA
— Narendra Modi (@narendramodi) May 9, 2023