প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নলবাহিত জল সংযোগের সংখ্যা গত ৪ বছরে ৩ কোটি থেকে ১৩ কোটিতে পৌঁছনোর জন্য সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, সাধারণ মানুষকে স্বচ্ছ জল সরবরাহের ক্ষেত্রে জল জীবন মিশন মাইলফলক হিসেবে দেখা দিয়েছে এবং মানুষের জীবন ও জনস্বাস্থ্যকে সহজ করে তুলেছে। কেন্দ্রীয় মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের এক পোস্টের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী এক্স পোস্টে লিখেছেন :
“এই আনন্দদায়ক উপলব্ধির জন্য অনেক অনেক অভিনন্দন! গ্রামীঁণ ভারতে আমার পরিবারের লোকজনদের কাছে বিশুদ্ধ জল পৌঁছচ্ছে। এক্ষেত্রে ‘জল জীবন মিশন’ মাইলফলক তৈরি করে চলেছে। এতে শুধুমাত্র তাঁদের কষ্ট দূর হচ্ছে না, সেইসঙ্গে তাঁদের উন্নততর জীবনযাত্রা সুনিশ্চিত করেছে।”
इस शानदार उपलब्धि के लिए बहुत-बहुत बधाई! ग्रामीण भारत के मेरे परिवारजनों तक पीने का शुद्ध पानी पहुंचे, इस दिशा में ‘जल जीवन मिशन’ मील का पत्थर साबित होने जा रहा है। यह ना सिर्फ उनकी परेशानियों को दूर करने में मददगार बना है, बल्कि उनके बेहतर स्वास्थ्य को भी सुनिश्चित कर रहा है। https://t.co/0yU6Y2feb9
— Narendra Modi (@narendramodi) September 5, 2023