প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গঙ্গোত্রীতে ভারতের ২ লক্ষতম ৫জি সাইটটি কাজ শুরু করায় এবং চারধাম ফাইবার যোগাযোগ প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করায় সন্তোষ প্রকাশ করেছেন।
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের এক ট্যুইট বার্তার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন:
“যোগাযোগ ব্যবস্থা এবং পর্যটনের জন্য় একটি ভালো খবর।”
Good news for connectivity and tourism. https://t.co/mcIG7afMYq
— Narendra Modi (@narendramodi) May 26, 2023