'মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড'-এই চিন্তাদর্শকে বাস্তবায়িত করার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ অগ্রণী প্রতিরক্ষা সংস্থা লকহীড মার্টিন। এজন্য লকহীড মার্টিন-এর সিইও জিম টেসলেট-এর ভূয়সী প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। গত বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এক সাক্ষাৎকারে মিলত হন জিম টেসলেট।
এসম্পর্কে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সমাজ মাধ্যমে এক বার্তায় বলা হয়েছে :
"লকহীড মার্টিন-এর সিইও জিম টেসলেট দেখা করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে। লকহীড মার্টিন হল ভারত - যুক্তরাষ্ট্র, মহাকাশ শক্তি এবং শিল্প প্রতিরক্ষা সহযোগিতা ক্ষেত্রে ভারতের এক গুরুত্বপূর্ণ সহযোগী। 'মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড'-এই চিন্তাদর্শকে বাস্তবায়িত করার লক্ষ্যে এই সংস্থার অঙ্গীকারবদ্ধ হওয়ার ঘটনাকে আমরা স্বাগত জানাই।"
CEO of @LockheedMartin, Jim Taiclet met Prime Minister @narendramodi. Lockheed Martin is a key partner in India-US Aerospace and Defence Industrial cooperation. We welcome it's commitment towards realising the vision of 'Make in India, Make for the World.' https://t.co/15PuZ7a8JG
— PMO India (@PMOIndia) July 19, 2024