প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিয় গুতেরেসের সঙ্গে যোগের গুরুত্ব নিয়ে সহমত পোষণ করেছেন । প্রধানমন্ত্রী আশাপ্রকাশ করেন যোগ দিবস আমাদের আরও কাছাকাছি নিয়ে আসবে এবং ধরিত্রীর স্বাস্থ্যের উন্নতি সাধন ঘটাবে ।
রাষ্ট্রসংঘের মহাসচিব এক ট্যুইটে বলেছেন, দ্বিখণ্ডিত বিশ্বে যোগ সহস্রাধিক মানুষের মধ্যে সমন্বয় ঘটায় । তাদের কাছে এটা হল শক্তি, সম্প্রীতি এবং শান্তির উৎস ।
প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের মহাসচিবের ট্যুইটের প্রত্যুত্তরে ট্যুইট করে বলেছেন;
“যোগের গুরুত্ব নিয়ে @UN Secretary General @antonioguterres মতের সঙ্গে পূর্ণ সম্মতি জানাই । যোগ দিবস আমাদের মধ্যে আরও নৈকট্য এবং ধরিত্রীর স্বাস্থ্যের উন্নতিসাধন ঘটাক “।
Fully agree with @UN Secretary General @antonioguterres on the importance of Yoga. May Yoga Day bring us all closer and improve the health of our planet. https://t.co/enNyUJte32
— Narendra Modi (@narendramodi) June 21, 2023