প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্রভিন্দ জুগনাউথ ২৯ ফেব্রুয়ারি বেলা ১টার সময় ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে মরিশাসের আগালেগা দ্বীপে নতুন একটি এয়ারস্ট্রিপ এবং জেটি যৌথভাবে উদ্বোধন করবেন। ঐ অনুষ্ঠানে আগালেগা দ্বীপে ছয়টি স্থানীয় স্তরে উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করা হবে।
এই কর্মসূচী ভারত এবং মরিশাসের মধ্যে শক্তিশালী এবং কয়েক দশকের উন্নয়ন সংক্রান্ত অংশীদারিত্বের উদাহরণ। এর ফলে, মরিশাসের মূল ভূখণ্ড এবং আগালেগা দ্বীপের মধ্যে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে, সামুদ্রিক নিরাপত্তা শক্তিশালী হবে এবং আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
দুই নেতা গত ১২ ফেব্রুয়ারি মরিশাসে ইউপিআই এবং রুপে কার্ড পরিষেবার সূচনা করার প্রেক্ষিতে এই প্রকল্পগুলির উদ্বোধন যথেষ্ট তাৎপর্যপূর্ণ।