মাননীয় রাষ্ট্রপতি মুইজ্জু, 
দুই দেশের প্রতিনিধিরা,
সংবাদমাধ্যমের বন্ধুরা,
সবাইকে নমস্কার !
সর্বপ্রথমে আমি রাষ্ট্রপতি মুইজ্জু এবং তাঁর প্রতিনিধিদলকে আন্তরিক স্বাগত জানাই।
ভারত ও মালদ্বীপের সম্পর্ক শতাব্দীপ্রাচীন। 
এবং ভারত মালদ্বীপের ঘনিষ্ঠতম প্রতিবেশী ও বিশ্বস্ত বন্ধু।
আমাদের ‘প্রতিবেশী প্রথম’ নীতি এবং ‘সাগর’ দৃষ্টিভঙ্গিতেও মালদ্বীপের বিশেষ স্থান রয়েছে।
মালদ্বীপের যে কোনো কাজে ভারত চিরকাল সর্বপ্রথম এগিয়ে এসেছে।
মালদ্বীপের মানুষের জন্য অত্যাবশ্যক সামগ্রী পাঠানো থেকে শুরু করে প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে পানীয় জলের সরবরাহ, কোভিড অতিমারির সময়ে টিকা সরবরাহ- সব ক্ষেত্রেই ভারত প্রতিবেশী হিসেবে তার দায়িত্ব পালন করেছে। 
আজ আমাদের পারস্পরিক সহযোগিতার কৌশলগত দিকনির্দেশনার জন্য আমরা ‘সার্বিক অর্থনৈতিক এবং সামুদ্রিক নিরাপত্তা অংশীদারিত্ব’-এর দৃষ্টিভঙ্গি গ্রহন করেছি।

বন্ধুরা,
উন্নয়ন সংক্রান্ত অংশীদারিত্ব আমাদের সম্পর্কের এক মূল ভিত্তি। এক্ষেত্রে আমরা সবসময়ই মালদ্বীপের মানুষের অগ্রাধিকারকে গুরুত্ব দিয়ে এসেছি।
এই বছর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মালদ্বীপের জন্য ১০০ মিলিয়ন ডলারেও বেশি ট্রেজারি বিল এনেছে। মালদ্বীপের প্রয়োজন অনুসারে ৪০০ মিলিয়ন ডলার এবং ৩ হাজার কোটি টাকার মুদ্রা বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 
মালদ্বীপের পরিকাঠামোগত উন্নয়নে সার্বিক সহযোগিতা নিয়ে আমরা আলোচনা করেছি। আজ হানিমাধু আন্তর্জাতিক বিমানবন্দরের একটি রানওয়ের সূচনা হয়েছে। ‘বৃহত্তর মালে’-র যোগাযোগ সংক্রান্ত প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। থিলাফুশিতে একটি নতুন বাণিজ্যিক বন্দর গড়ে তোলার কাজেও ভারত সহায়তা করবে। 
ভারতের সহায়তায় নির্মিত ৭০০টিরও বেশি সামাজিক আবাসন আজ হস্তান্তর করা হয়েছে। মালদ্বীপের ২৮টি দ্বীপে জল ও নিকাশি সংক্রান্ত প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। অন্য ৬টি দ্বীপের কাজ শীঘ্রই শেষ হবে। এরফলে ৩০ হাজার মানুষ বিশুদ্ধ জল পাবেন। 
‘হা ধালু’-তে কৃষি অর্থনৈতিক অঞ্চল এবং ‘হা আলিফু’-তে মৎস্য প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপনে সহায়তা করা হবে। 
সমুদ্রবিদ্যা এবং সমুদ্র অর্থনীতি নিয়েও আমরা একযোগে কাজ করবো।

বন্ধুরা,
আমাদের অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করতে আমরা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। স্থানীয় মুদ্রায় যাতে বাণিজ্যিক লেনদেনের নিষ্পত্তি করা যায়, তার ব্যবস্থাও আমরা করছি। 
ডিজিটাল সংযোগসাধনের ওপরেও আমরা জোর দিয়েছি। আজ কিছুক্ষণ আগে মালদ্বীপে রুপে কার্ড চালু করা হয়েছে। ভবিষ্যতে ভারত ও মালদ্বীপকে ইউপিআই-এর মাধ্যমে সংযুক্ত করার লক্ষ্যে আমরা কাজ করছি। 
আদ্দু-তে একটি ভারতীয় বাণিজ্য দূতাবাস এবং বেঙ্গালুরুতে মালদ্বীপের একটি বাণিজ্য দূতাবাস খোলার ব্যাপারে আলোচনা হয়েছে। 
এইসব উদ্যোগ আমাদের নাগরিকদের মধ্যে সংযোগকে আরও শক্তিশালী করবে। 

 

ডিজিটাল সংযোগসাধনের ওপরেও আমরা জোর দিয়েছি। আজ কিছুক্ষণ আগে মালদ্বীপে রুপে কার্ড চালু করা হয়েছে। ভবিষ্যতে ভারত ও মালদ্বীপকে ইউপিআই-এর মাধ্যমে সংযুক্ত করার লক্ষ্যে আমরা কাজ করছি। 
আদ্দু-তে একটি ভারতীয় বাণিজ্য দূতাবাস এবং বেঙ্গালুরুতে মালদ্বীপের একটি বাণিজ্য দূতাবাস খোলার ব্যাপারে আলোচনা হয়েছে। 
এইসব উদ্যোগ আমাদের নাগরিকদের মধ্যে সংযোগকে আরও শক্তিশালী করবে। 
বন্ধুরা,
প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আমাদের মধ্যে বিশদে আলোচনা হয়েছে। 
একথা হারবার প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। 
মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। ভারত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও সমৃদ্ধি রক্ষায় আমরা একযোগে কাজ করবো। জললেখবিজ্ঞান এবং বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে আমাদের সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। 

কলম্বো সিকিউরিটি কনক্লেভে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে মালদ্বীপের যোগদানকে আমরা স্বাগত জানাই। 
জলবায়ু পরিবর্তন দুদেশকেই কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়েছে। এক্ষেত্রে ভারত সৌরশক্তি এবং জ্বালানী দক্ষতার বিষয়ে তার বিশেষ জ্ঞান মালদ্বীপের সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত।
মাননীয়েষু,
আমি আরও একবার আপনাকে এবং আপনার প্রতিনিধিদলকে ভারতে স্বাগত জানাই। 
আপনার এই সফর আমাদের সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা করছে। 
মালদ্বীপের মানুষের প্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে আমরা আমাদের সম্ভাব্য সব ধরনের সহায়তা অব্যাহত রাখবো। 
আপনাকে অজস্র ধন্যবাদ।
প্রধানমন্ত্রী মূল ভাষণটি হিন্দিতে দিয়েছিলেন।

 

 

 

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
'You Are A Champion Among Leaders': Guyana's President Praises PM Modi

Media Coverage

'You Are A Champion Among Leaders': Guyana's President Praises PM Modi
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi congratulates hockey team for winning Women's Asian Champions Trophy
November 21, 2024

The Prime Minister Shri Narendra Modi today congratulated the Indian Hockey team on winning the Women's Asian Champions Trophy.

Shri Modi said that their win will motivate upcoming athletes.

The Prime Minister posted on X:

"A phenomenal accomplishment!

Congratulations to our hockey team on winning the Women's Asian Champions Trophy. They played exceptionally well through the tournament. Their success will motivate many upcoming athletes."