নতুন দিল্লিতে জি-২০ গোষ্ঠীর শিখর সম্মেলনের ফাঁকে ১০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তুরস্কের রাষ্ট্রপতি শ্রী রেচেপ তায়েপ এরদোগান – এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
আলোচনায় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, অসামরিক বিমান চলাচল এবং জাহাজ চলাচলের মতো সম্ভাবনাময় দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রগুলি স্থান পেয়েছে।
জি-২০ গোষ্ঠীর সভাপতির দায়িত্ব ভারত সফলভাবে পালন করায় রাষ্ট্রপতি এরদোগান প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। এ বছরের ফেব্রুয়ারি মাসে তুরস্কে ভূমিকম্পের পর দ্রুত ত্রাণ পাঠানো এবং অপারেশন দোস্ত – এর মাধ্যমে উদ্ধার কার্যে সহায়তার জন্য তিনি ভারতকে ধন্যবাদ জানিয়েছেন।
রাষ্ট্রপতি এরদোগান চন্দ্রযান মিশনের সাফল্যে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং সূর্যাভিযানের জন্য আদিত্য মিশন – এর সাফল্য কামনা করেন।
Met President @RTErdogan. We talked about ways to further cement trade and infrastructure linkages between India and Türkiye. @trpresidency pic.twitter.com/XFIanwKKb7
— Narendra Modi (@narendramodi) September 10, 2023
Cumhurbaşkanı @RTErdogan ile Hindistan ve Türkiye arasındaki ticari ilişkileri ve altyapı bağlantılarını güçlendirmenin yollarını konuştuk. @trpresidency pic.twitter.com/SQRGxHqRTf
— Narendra Modi (@narendramodi) September 10, 2023