সারা বছর ধরে ভারত ও জাপানের মধ্যে গঠনমূলক আলোচনার বাতাবরণকে বিশেষভাবে স্বীকৃতি দিয়েছেন ভারত ও জাপানের প্রধানমন্ত্রীদ্বয়। নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের এক একান্ত অবসরে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী মিঃ ফুমিও কিশিদা এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়ে আজ দু’দেশের মিলিত সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করেন। তাঁরা বলেন, ভারত ও জাপানের যথাক্রমে জি-২০ এবং জি-৭ সভাপতিত্বকালে অগ্রাধিকারের বিষয়গুলি নিয়ে এই আলোচনা অব্যাহত রয়েছে সারা বছর জুড়েই। বিশেষত, বিশ্বের দক্ষিণাংশের দেশগুলির উদ্বেগ ও আশা-আকাঙ্ক্ষার বিষয়গুলি সম্পর্কে দ্বিপাক্ষিক সহযোগিতা ও অগ্রগতির বিষয়গুলি ছিল আজ দুই প্রধানমন্ত্রীর আলোচ্যসূচির তালিকায়।
পরিকাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত সহযোগিতা, বিনিয়োগ প্রচেষ্টা এবং জ্বালানি উদ্ভাবন ক্ষেত্রে ভারত-জাপান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ের ওপর মতবিনিময় করেন দুই প্রধানমন্ত্রীই।
ভারত-জাপান বিশেষ কৌশলগত তথা বিশ্ব অংশীদারিত্বের বিষয়টিকে আরও গভীরে নিয়ে যাওয়ার সপক্ষে দুই বিশ্ব নেতাই তাঁদের অঙ্গীকারের কথা আজ পুনর্ব্যক্ত করেন।
Held productive talks with PM @kishida230. We took stock of India-Japan bilateral ties and the ground covered during India's G20 Presidency and Japan's G7 Presidency. We are eager to enhance cooperation in connectivity, commerce and other sectors. pic.twitter.com/kSiGi4CBrj
— Narendra Modi (@narendramodi) September 9, 2023