চ্যান্সেলর স্কোলজ মহাশয়
দু’দেশের প্রতিনিধিগণ,
সংবাদমাধ্যমের বন্ধুরা,
গুটেন টাগ !
শুভেচ্ছা !
আমি আমার বন্ধু চ্যান্সেলর স্কোলজ এবং তাঁর প্রতিনিধিদের ভারতে স্বাগত জানাই। চ্যান্সেলর স্কোলজ অনেক বছর বাদে ভারত সফর করছেন। ২০১২-য় তাঁর সফর ভারতে হামবুর্গ-এর কোনও মেয়রের প্রথম সফর ছিল। এটা দেখা যাচ্ছে যে অনেক আগেই তিনি ভারত-জার্মান সম্পর্কের সম্ভাবনাটা বুঝেছিলেন।
গত বছর আমাদের তিনটি বৈঠক হয় এবং প্রত্যেকবার তাঁর দূরদর্শিতা এবং ভাবনা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন গতি এবং শক্তি যুগিয়েছে। এবারের বৈঠকেও আমরা সবরকম গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি।
বন্ধুগণ,
ভারত এবং জার্মানির মধ্যে দৃঢ় বন্ধনের ভিত্তি দু’দেশের গণতান্ত্রিক মূল্যবোধ এবং একে অপরের স্বার্থ সম্পর্কে গভীর বোঝাপড়া। দুটি দেশই সাংস্কৃতিক এবং অর্থনৈতিক লেনদেনের দীর্ঘ ইতিহাস সমৃদ্ধ। বিশ্বের দুটি বৃহত্তম গণতান্ত্রিক অর্থনীতির মধ্যে সহযোগিতা বৃদ্ধি শুধুমাত্র দুটি দেশের মানুষের পক্ষেই উপকারী তা নয়, বরং তা আজকের উত্তেজনাদীর্ণ পৃথিবীকে ইতিবাচক বার্তা প্রদান করছে।
ইউরোপের বৃহত্তম ব্যবসায়িক অংশীদার ছাড়াও জার্মানি ভারতে বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ উৎস। বর্তমানে ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘আত্মনির্ভর ভারত’ অভিযানের কারণে ভারতে সর্বক্ষেত্রে নতুন নতুন সুযোগের দ্বার উন্মোচিত হচ্ছে। এই সুযোগগুলির জন্য জার্মানির আগ্রহ আমাদের পক্ষে অত্যন্ত উৎসাহব্যঞ্জক।
চ্যান্সেলর স্কোলজ-এর সঙ্গে আগত বাণিজ্যিক প্রতিনিধি এবং ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বৈঠক ফলপ্রসূ হয়েছে। এই বৈঠকে বেশ কয়েকটি ভালো ও গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়া, ডিজিটাল মাধ্যমে রূপান্তর, ফিনটেক, আইটি, টেলিকম এবং সরবরাহ শৃঙ্খলের বিবিধকরণের মতো বিষয়গুলি নিয়ে দুই দেশের শিল্পপতিদের থেকে আমাদের প্রয়োজনীয় পরামর্শ এবং ভাবনা শোনার সুযোগ হয়েছে।
বন্ধুগণ,
ভারত এবং জার্মানি তৃতীয় বিশ্বের দেশগুলির উন্নয়নের জন্য ‘ট্রায়াঙ্গুলার ডেভেলপমেন্ট কো-অপারেশন’-এর অধীনে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করছে। গত কয়েক বছরে আমাদের মধ্যে মানুষে মানুষে সম্পর্ক শক্তিশালী হয়েছে। গত বছর ডিসেম্বরে স্বাক্ষরিত মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি পার্টনারশিপ এগ্রিমেন্ট-এর ফলে এই সম্পর্ক আরও গভীর হয়েছে।
সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আমরা আমাদের সম্পর্কে নতুন এবং আধুনিক বিষয় যোগ করছি। গত বছর আমার জার্মানি সফরের সময়ে আমরা গ্রিন অ্যান্ড সাসটেনেবল ডেভেলপমেন্ট পার্টনারশিপ বা দূষণহীন দীর্ঘমেয়াদি উন্নয়ন অংশীদারিত্বের ঘোষণা করেছিলাম। এর মাধ্যমে আমরা জলবায়ু সংক্রান্ত কাজকর্ম এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যের মতো ক্ষেত্রে আমাদের সহযোগিতার প্রসার ঘটাচ্ছি। এছাড়াও আমরা পুনর্নবীকরণযোগ্য শক্তি, গ্রিন হাইড্রোজেন এবং জৈব জ্বালানির মতো ক্ষেত্রেও একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।
বন্ধুগণ,
আমাদের কৌশলগত অংশীদারিত্বে নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠতে পারে। আমরা একসঙ্গে এই ক্ষেত্রের সম্ভাবনাগুলির পূর্ণ বিকাশের প্রয়াস চালিয়ে যাব। সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত এবং জার্মানির মধ্যে সক্রিয় সহযোগিতা আছে। আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ প্রতিরোধে একযোগে কাজের প্রয়োজনীয়তার বিষয়ে দুটি দেশই অবহিত।
বন্ধুগণ,
কোভিড অতিমারী এবং ইউক্রেনের যুদ্ধের প্রভাব পড়েছে সারা বিশ্বে। এর নেতিবাচক প্রভাব বিশেষ করে পড়েছে উন্নয়নশীল দেশগুলির ওপর। আমরা এ ব্যাপারে আমাদের উদ্বেগ ভাগ করে নিয়েছি। যৌথ প্রয়াসের মাধ্যমেই যে এই ধরনের সমস্যাগুলির সমাধান সম্ভব, সে ব্যাপারে আমরা একমত। এমনকি জি-২০-তে ভারতের সভাপতিত্বকালে আমরা এই বিষয়ের ওপরই জোর দিচ্ছি।
ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার সময় থেকেই ভারত সব সময় জোর দিয়েছে আলোচনা এবং কূটনীতির মাধ্যমে মতপার্থক্য দূর করার ওপর। ভারত যে কোনও শান্তি প্রক্রিয়ায় অংশ নিতে প্রস্তুত। আন্তর্জাতিক বাস্তবতার নিরিখে বহুমুখী প্রতিষ্ঠানগুলির সংস্কার জরুরি, এ ব্যাপারে আমরা একমত। এটা বোঝা যাবে, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের জন্য জি-৪-এ আমাদের সক্রিয় অংশগ্রহণ।
মহোদয়,
আমার সকল দেশবাসীর পক্ষ থেকে আমি আপনাকে এবং আপনার প্রতিনিধিদলকে ভারতে স্বাগত জানাই। এ বছর সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য জি-২০ শিখর সম্মেলনে আরও একবার আপনাকে স্বাগত জানাবার সুযোগ আমরা পাব। আপনার ভারত সফরের জন্য এবং কার্যকর আলোচনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
विश्व की दो बड़ी लोकतान्त्रिक अर्थव्यवस्थाओं के बीच बढ़ता सहयोग, दोनों देशों की जनता के लिए तो लाभकारी है ही, आज के तनाव-ग्रस्त विश्व में इससे एक सकारात्मक संदेश भी जाता है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 25, 2023
भारत और जर्मनी के मजबूत संबंध, साझा लोकतांत्रिक मूल्यों, और एक दूसरे के हितों की deep understanding पर आधारित हैं।
— PMO India (@PMOIndia) February 25, 2023
दोनों देशों के बीच सांस्कृतिक एवं आर्थिक आदान-प्रदान का भी लंबा इतिहास रहा है: PM @narendramodi
आज “Make in India” और “आत्मनिर्भर भारत” अभियान की वजह से भारत में सभी sectors में नए अवसर खुल रहे हैं।
— PMO India (@PMOIndia) February 25, 2023
इन अवसरों के प्रति जर्मनी की रुचि से हम उत्साहित हैं: PM @narendramodi
भारत और जर्मनी Triangular Development Cooperation के तहत तीसरे देशों के विकास के लिए आपसी सहयोग बढ़ा रहे हैं।
— PMO India (@PMOIndia) February 25, 2023
पिछले कुछ वर्षों में हमारे बीच people-to-people संबंध भी सुदृढ़ हुए हैं: PM @narendramodi
पिछले वर्ष मेरी जर्मनी यात्रा के दौरान हमने Green and Sustainable Development Partnership की घोषणा की थी।
— PMO India (@PMOIndia) February 25, 2023
इसके माध्यम से, हम Climate Action और Sustainable Development Goals के क्षेत्रों में सहयोग बढ़ा रहे हैं: PM @narendramodi
Security और defence cooperation हमारी Strategic Partnership का एक महत्वपूर्ण स्तम्भ बन सकता है।
— PMO India (@PMOIndia) February 25, 2023
इस क्षेत्र में हमारे untapped potential को पूरी तरह realize करने के लिए हम साथ मिलकर प्रयास करते रहेंगे: PM @narendramodi
आतंकवाद और अलगाववाद के खिलाफ लड़ाई में भारत और जर्मनी के बीच सक्रिय सहयोग है।
— PMO India (@PMOIndia) February 25, 2023
दोनों देश इस बात पर भी सहमत हैं, कि cross-border terrorism को समाप्त करने के लिए ठोस कार्रवाई आवश्यक है: PM @narendramodi
हमने इस बात पर भी सहमति दोहराई कि वैश्विक वास्तविकताओं को बेहतर तरीके से दर्शाने के लिए मल्टी-लेटरल institutions में सुधार आवश्यक है।
— PMO India (@PMOIndia) February 25, 2023
UN Security Council में सुधार लाने के लिए G4 के अंतर्गत हमारी सक्रिय भागीदारी से यह स्पष्ट है: PM @narendramodi