Inaugurates, dedicates to the nation and lays the foundation stone of multiple development projects worth over Rs 17,000 crores in Rajasthan
Inaugurates various National Highway projects worth more than Rs 5000 crores in Rajasthan
Dedicates to nation and lays foundation stone for eight important railway projects worth around Rs 2300 crores
Dedicates to nation ‘Khatipura railway station
Lays foundation stone and dedicates to nation important solar projects worth around Rs 5300 crores
Dedicates to nation power transmission sector projects worth more than Rs 2100 crores
Lays foundation stone for multiple projects worth around Rs 2400 crores including projects under Jal Jeevan Mission
Dedicates to nation Indian Oil’s LPG bottling plant at Jodhpur
“Viksit Rajasthan has a key role in building a Viksit India”
“India has an opportunity to move forward with confidence leaving the despair of the past”
“When I talk of Viksit Bharat, it is not just a word or an emotion but it is a campaign to make the life of every family prosperous. Viksit Bharat is a campaign to remove poverty, create quality jobs and create modern facilities in the country”
“Today India has become one of the leading countries in the world in terms of generating electricity from solar energy”
“Youth, women, farmers and the poor are the 4 biggest castes for us and I am happy that the double-engine government is fulfilling the guarantees given by Modi for the empowerment of these sections”
“Today’s first-time voter is standing with the vision of Viksit Bharat”

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪৷৷ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে 'উন্নত ভারত, উন্নত রাজস্থান' অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী ১৭ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, উৎসর্গ ও শিলান্যাস করেছেন। এই প্রকল্পগুলি সড়ক, রেলপথ, সৌর শক্তি, বিদ্যুৎ সঞ্চালন, পানীয় জল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের সাথে সম্পর্কিত।
এই উপলক্ষে আয়োজিত জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী উন্নত ভারত, উন্নত রাজস্থান কর্মসূচির সঙ্গে রাজস্থানের সমস্ত নির্বাচনী এলাকার লক্ষ লক্ষ মানুষের যুক্ত হওয়ার কথা উল্লেখ করেছেন এবং এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তাঁদেরকে ধন্যবাদ জানিয়েছেন৷ সমস্ত সুবিধাভোগীকে এক ছাদের তলায় নিয়ে আসার ক্ষেত্রে প্রযুক্তির চমৎকার ব্যবহারের জন্য তিনি রাজস্থানের মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। সড়ক, রেল, সৌরশক্তি, বিদ্যুৎ সঞ্চালন, পানীয় জল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে ১৭ হাজার কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্প গ্রহণের জন্য তিনি রাজস্থানের জনগণকে অভিনন্দন জানিয়েছেন এবং এই প্রকল্পগুলি রাজ্যে অসংখ্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করবে বলে উল্লেখ করেছেন তিনি৷

বর্তমানকে একটি সোনালী সময় বলে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক দশকের হতাশাকে পিছনে ফেলে ভারত পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে। ২০১৪ সালের আগে যেমন কেলেঙ্কারি, নিরাপত্তাহীনতা ও সন্ত্রাসবাদ চলত, তেমনই এখন আমাদের নজর উন্নত ভারত ও উন্নত রাজস্থানের দিকে। প্রধানমন্ত্রী বলেন, আজ আমরা বড় সংকল্প গ্রহণ করছি এবং বড় স্বপ্নও দেখছি এবং এই স্বপ্নগুলি বাস্তবায়িত করতে আমরা নিজেদের উৎসর্গ করেছি।
রেল, সড়ক, বিদ্যুৎ ও জলের মতো অত্যাবশ্যকীয় ক্ষেত্রগুলির দ্রুত বিকাশের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, উন্নত ভারতের বিকাশের জন্য উন্নত রাজস্থানের উন্নয়ন একান্ত জরুরি। এই ধরনের এলাকাগুলির উন্নয়নের ফলে কৃষক, গবাদি পশুপালক, শিল্প ও পর্যটন সহ অন্যান্যরা উপকৃত হবেন এবং রাজ্যে নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে৷ প্রধানমন্ত্রী বলেন, এ বছরের কেন্দ্রীয় বাজেটে পরিকাঠামো উন্নয়নে রেকর্ড ১১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা বিগত যে কোনও সরকারের তুলনায় ৬ গুণ বেশি। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এই ব্যয়ের ফলে সিমেন্ট, পাথর এবং সিরামিক শিল্প বিশেষভাবে উপকৃত হবে।
গত ১০ বছরে রাজস্থানের গ্রামীণ সড়ক, মহাসড়ক এবং এক্সপ্রেসওয়েতে অভূতপূর্ব বিনিয়োগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আজ রাজস্থান প্রশস্ত মহাসড়কের মাধ্যমে গুজরাটকে মহারাষ্ট্রের উপকূলবর্তী অঞ্চল থেকে পাঞ্জাবের সঙ্গে যুক্ত করছে। আজকের এই প্রকল্পগুলির ফলে কোটা, উদয়পুর, টঙ্ক, সওয়াই মাধোপুর, বুন্দি, আজমের, ভিলওয়াড়া এবং চিতোরগড়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে। এই সড়কগুলি দিল্লি, হরিয়ানা, গুজরাট এবং মহারাষ্ট্রের সঙ্গে উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবে।
রেলের বৈদ্যুতিকীকরণ, সংস্কার ও মেরামতির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বান্দিকুই-আগ্রা ফোর্ট রেল লাইন ডবল করার ফলে মেহেন্দিপুর, বালাজি এবং আগ্রায় সহজে যাতায়াত সম্ভব হবে। একইভাবে, তিনি খাটিপুরা (জয়পুর) স্টেশনের কথাও উল্লেখ করেন, যা আরও বেশি ট্রেন চালাতে সক্ষম হবে।
নাগরিকদের বাড়িতে সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রয়াসের কথাও প্রধানমন্ত্রী উল্লেখ করে বলেন, এই উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করে আয় করা যায়। প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা বা বিনামূল্যে বিদ্যুৎ যোজনার উদ্যোগের কথা প্রধানমন্ত্রী তুলে ধরেন, যেখানে সরকার ৩০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুতের ব্যবস্থা করবে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার প্রাথমিকভাবে এক কোটি বাড়ির ছাদে সৌর প্যানেল স্থাপনের জন্য আর্থিক সহায়তা দেবে। এই প্রকল্পের মোট ব্যয় হবে প্রায় ৭৫ হাজার কোটি টাকা। এর ফলে মধ্যবিত্ত শ্রেণী ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবেন। এ জন্য ব্যাংকগুলোও সহজ শর্তে ঋণ দেবে বলে জানান তিনি। দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের ব্যয় হ্রাসে ডবল ইঞ্জিন সরকারের বিভিন্ন প্রয়াসের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, রাজস্থানে সরকার ৫ লক্ষ বাড়িতে সৌর প্যানেল স্থাপনের পরিকল্পনা করেছে।
যুবক, মহিলা, কৃষক ও দরিদ্র এই চারটি বিভাগের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের কাছে এই চারটি বৃহত্তম জাতি এবং আমি খুশি যে ডবল ইঞ্জিন সরকার এই শ্রেণিগুলির ক্ষমতায়নের জন্য মোদীর দেওয়া গ্যারান্টি পূরণ করছে। তিনি বলেন, রাজস্থানের নতুন সরকারের প্রথম বাজেটে ৭০ হাজার কর্মসংস্থানের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্তে সিট গঠনের জন্য নতুন রাজ্য সরকারের প্রশংসা করার পাশাপাশি তিনি প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর নতুন কেন্দ্রীয় আইনের কথাও জানান যা এই ক্ষেত্রে প্রতিরোধক হিসাবে কাজ করবে।

গরিব পরিবারগুলিকে ৪৫০ টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার যে গ্যারান্টি রাজ্য সরকার নিয়েছে তার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে রাজস্থানের লক্ষ লক্ষ মহিলা উপকৃত হয়েছেন। পূর্ববর্তী সরকারের আমলে জল জীবন মিশনে কেলেঙ্কারির কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, এখন দ্রুতগতিতে কাজ এগিয়ে চলেছে। তিনি জানান, রাজস্থানের কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির আওতায় দেওয়া ৬ হাজার টাকা আর্থিক সহায়তা ২ হাজার টাকা বাড়ানো হয়েছে। তিনি বলেন, আমরা প্রতিটি সেক্টরে একের পর এক দেওয়া প্রতিশ্রুতি পূরণ করছি। আমরা আমাদের গ্যারান্টি সম্পর্কে সিরিয়াস। তাই লোকে বলে, মোদীর গ্যারান্টি মানে গ্যারান্টি পূরণ হল।
বিকশিত ভারত সংকল্প যাত্রা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক সুফলভোগী যাতে দ্রুত তাঁদের অধিকার পান, তা নিশ্চিত করাই শ্রী মোদীর প্রয়াস। রাজস্থানের কোটি কোটি নাগরিকের অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রায় ৩ কোটি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, এক কোটি নতুন আয়ুষ্মান কার্ড তৈরি করা হয়েছে, ১৫ লক্ষ কৃষক কিষাণ ক্রেডিট কার্ডের জন্য নাম নথিভুক্ত করেছেন, প্রায় সাড়ে ৬ লক্ষ কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার জন্য আবেদন করেছেন। প্রধানমন্ত্রী আরও বলেন, উজ্জ্বলা গ্যাসের সংযোগের জন্য প্রায় ৮ লক্ষ মহিলা নাম নথিভুক্ত করেছেন, যেখানে এই সময়কালে প্রায় ২.২৫ লক্ষ সংযোগ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। রাজস্থানের ১৬ লক্ষ মানুষ ২ লক্ষ টাকার বিমা প্রকল্পে যোগ দিয়েছেন বলেও জানান তিনি।
প্রথমবার ভোটদাতাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের যুবসমাজই উন্নত ভারতের স্বপ্নের পাশে দাঁড়িয়েছেন। উন্নত রাজস্থান এবং উন্নত ভারতের স্বপ্ন সেই যুবকদের জন্য যারা প্রথমবার ভোট দেবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থানের রাজ্যপাল শ্রী কলরাজ মিশ্র, রাজস্থানের মুখ্যমন্ত্রী শ্রী ভজন লাল শর্মা, রাজস্থান সরকারের অন্যান্য মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং স্থানীয় পর্যায়ের প্রতিনিধিরা।

 

সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
Income inequality declining with support from Govt initiatives: Report

Media Coverage

Income inequality declining with support from Govt initiatives: Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Chairman and CEO of Microsoft, Satya Nadella meets Prime Minister, Shri Narendra Modi
January 06, 2025

Chairman and CEO of Microsoft, Satya Nadella met with Prime Minister, Shri Narendra Modi in New Delhi.

Shri Modi expressed his happiness to know about Microsoft's ambitious expansion and investment plans in India. Both have discussed various aspects of tech, innovation and AI in the meeting.

Responding to the X post of Satya Nadella about the meeting, Shri Modi said;

“It was indeed a delight to meet you, @satyanadella! Glad to know about Microsoft's ambitious expansion and investment plans in India. It was also wonderful discussing various aspects of tech, innovation and AI in our meeting.”