“আপনাদের এই ব্যাচ আগামী ২৫ বছরের অমৃতকালে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে”
“মহামারী পরবর্তী নতুন বিশ্ব ব্যবস্থায় ভারতকে তার ভূমিকা বৃদ্ধি করতে হবে এবং দ্রুতগতিতে নিজেকে বিকশিত করতে হবে”
“একুশ শতকের সবচেয়ে বড় লক্ষ্য’ অর্থাৎ আত্মনির্ভর ভারত ও আধুনিক ভারতের লক্ষ্য, এর গুরুত্বের কথা স্মরণ রাখা উচিত”
“আপনার চাকরি জীবনে পরিষেবা ও কর্তব্যের এই কারণগুলি আপনার ব্যক্তিগত ও পেশাদার সাফল্যের মাপকাঠি হওয়া উচিৎ”
“আপনাকে সংখ্যার জন্য কাজ করতে হবে না, মানুষের জীবনের জন্য কাজ করতে হবে”
“অমৃতকালের এই সময়ে আমাদের সংস্কার, সম্পাদন, রূপান্তরকে পরবর্তী স্তরে নিয়ে যেতে হবে। তাই, আজকের ভারত ‘সবকা প্রয়াস’ – এর চিন্তাভাবনায় এগিয়ে যাচ্ছে’”
“আপনাদের প্রার্থনা করা উচিৎ যে, তাঁরা যেন কখনও সহজ কাজ হাতে না পান”
“আপনি যত স্বাচ্ছন্দ্যময় ক্ষেত্রে যাওয়ার কথা ভাববেন, ততই আপনার ও দেশের অগ্রগতি থমকে যাবে”

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালবাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন (এলবিএসএনএএ) – এর ৯৬তম অভিন্ন ফাউন্ডেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। তিনি এই অনুষ্ঠানে নতুন স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন ও নবরূপে সজ্জিত হ্যাপি ভ্যালি কমপ্লেক্স জাতির উদ্দেশে উৎসর্গ করেন।
 
শুরুতে প্রধানমন্ত্রী এই কোর্স শেষ করার জন্য আধিকারিকদের অভিনন্দন এবং হোলি উৎসবের শুভেচ্ছা জানান। তিনি এই বিদায়ী ব্যাচের অনন্যতার কথা উল্লেখ করেন। কারণ, এই ব্যাচটি আজাদি কা অমৃত মহোৎসবের বছরে সক্রিয়ভাবে কর্মক্ষেত্রে প্রবেশ করছে। তিনি বলেন, “আপনাদের এই ব্যাচ আগামী ২৫ বছরের অমৃতকালে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে”।
 
প্রধানমন্ত্রী মহামারী পরবর্তী বিশ্বে উদীয়মান নতুন বিশ্ব ব্যবস্থার উপর জোর দেন। তিনি বলেন, একুশ শতকের এই সন্ধিক্ষণে বিশ্ব ভারতের দিকে তাকিয়ে রয়েছে। শ্রী মোদী জানান, “এই নতুন বিশ্ব ব্যবস্থায় ভারতকে তার ভূমিকা বৃদ্ধি করতে হবে এবং দ্রুতগতিতে নিজেকে বিকশিত করতে হবে”। তিনি আধিকারিকদের ‘একুশ শতকের সবচেয়ে বড় লক্ষ্য’ অর্থাৎ আত্মনির্ভর ভারত ও আধুনিক ভারতের লক্ষ্যের গুরুত্বের কথা স্মরণ রাখতে বলেন। তিনি জানান, “আমরা এই সুযোগটি হারাতে দিতে পারি না”।
সিভিল সার্ভিসের বিষয়ে সর্দার প্যাটেলের মতামত উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, পরিষেবা ও কর্তব্যবোধ প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অঙ্গ। তিনি আরও বলেন, “আপনার চাকরি জীবনে পরিষেবা ও কর্তব্যের এই কারণগুলি আপনার ব্যক্তিগত ও পেশাদার সাফল্যের মাপকাঠি হওয়া উচিৎ”। তিনি জানান, কর্তব্যবোধ ও উদ্দেশ্য নিয়ে কাজ করলে কখনও কিছু বোঝা হয় না। তিনি আধিকারিকদের উদ্দেশে জানান, তাঁরা উদ্দেশ্যবোধ নিয়ে এবং সমাজ ও দেশের প্রেক্ষাপটে ইতিবাচক পরিবর্তনের অংশীদার হতে চাকরিতে যোগ দিয়েছেন। 
 
ফাইলের বিষয়গুলি আঞ্চলিক পর্যায় থেকে আসে বলেই আঞ্চলিক পর্যায় থেকে অভিজ্ঞতা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ফাইলগুলিতে কেবল সংখ্যা এবং পরিসংখ্যান থাকে না। এতে জনগণের জীবন ও আকাঙ্খার বিষয়ও থাকে। শ্রী মোদী বলেন, “আপনাকে সংখ্যার জন্য কাজ করতে হবে না, মানুষের জীবনের জন্য কাজ করতে হবে”। প্রধানমন্ত্রী জানান, স্থায়ী সমাধানের জন্য আধিকারিকদের সবসময় সমস্যার মূলে যেতে হবে এবং নিয়মের যৌক্তিকতার বিষয়টিও দেখতে হবে। তিনি বলেন, অমৃতকালের এই সময়ে আমাদের সংস্কার, সম্পাদন, রূপান্তরকে পরবর্তী স্তরে নিয়ে যেতে হবে। তাই, আজকের ভারত ‘সবকা প্রয়াস’ – এর চিন্তাভাবনায় এগিয়ে যাচ্ছে। তিনি মহাত্মা গান্ধীর মন্ত্র স্মরণ করে বলেন, প্রতিটি সিদ্ধান্তকে শেষ লাইনে শেষ ব্যক্তির কল্যাণের স্পর্শে মূল্যায়ন করা উচিৎ।
প্রধানমন্ত্রী স্থানীয় পর্যায়ে জেলার ৫-৬টি সমস্যা চিহ্নিত করে, সেইসব বিষয়ে কাজ করার দায়িত্ব দেন আধিকারিকদের। তিনি বলেন, সমস্যা সংশোধনের প্রথম ধাপই হ’ল সমস্যা চিহ্নিত করা। দরিদ্রদের জন্য পাকা বাড়ি ও বিদ্যুৎ সংযোগ দেওয়ার বিষয়ে যে সমস্যা ছিল, সেক্ষেত্রে সরকার তা চিহ্নিত করেছে। পিএম আবাস যোজনা, সৌভাগ্য প্রকল্প এবং উচ্চাকাঙ্খী জেলাগুলির জন্য প্রকল্পগুলির মাধ্যমে এই সমস্যার সমাধান করা হয়েছে। তিনি এই প্রকল্পগুলির মাপকাঠিতে নতুন সংকল্পের কথাও তুলে ধরেছেন। বিভিন্ন পরিকাঠামোগত প্রকল্পে সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, পিএম গতিশক্তি মাস্টার প্ল্যান অনেকাংশে সমস্যাগুলির সমাধান করবে। 
 
প্রধানমন্ত্রী সিভিল সার্ভিসের ক্ষেত্রে যেমন মিশন কর্মযোগী এবং আরম্ভ কর্মসূচিতে নতুন সংস্কারসাধনের কথা উল্লেখ করেন। শ্রী মোদী বলেন, আধিকারিকদের প্রার্থনা করা উচিৎ যে, তাঁরা যেন কখনও সহজ কাজ হাতে না পান। কারণ, চ্যালেঞ্জিং কাজের এক নিজস্ব আনন্দ থাকে। তিনি জানান, “আপনি যত স্বাচ্ছন্দ্যময় ক্ষেত্রে যাওয়ার কথা ভাববেন, ততই আপনার ও দেশের অগ্রগতি থমকে যাবে”।
 
২৫ বা ৫০ বছর পর কৃতিত্ব মূল্যায়নে অ্যাকাডেমি থেকে বিদায় নেওয়ার সময় আধিকারিকদের আকাঙ্খা ও পরিকল্পনা নথিভুক্ত করার পরামর্শ প্রধানমন্ত্রী। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত পাঠক্রম ও পাঠ্যসূচিতে সংশ্লিষ্ট বিষয়গুলি অন্তর্ভুক্ত করা নিয়েও তাঁদের কাছে জানতে চান।
 
এলবিএসএনএএ-তে মিশন কর্মযোগী নীতি অনুসরণ করে প্রথম অভিন্ন ফাউন্ডেশন কোর্স হিসাবে ৯৬তম ফাউন্ডেশন কোর্সটি পরিচালিত হয়েছে। এই পাঠক্রমটি নতুন শিক্ষা ব্যবস্থাকে অনুসরণ করে তৈরি করা হয়েছে। ৯৬তম ফাউন্ডেশন কোর্সে ১৬টি বিভাগের ৪৮৮ জন অফিসার ট্রেনি ছাড়াও রয়্যাল ভুটান সার্ভিসের (প্রশাসন, পুলিশ ও অরণ্য) ৩ জন আধিকারিকও রয়েছেন।
 
যুবসম্প্রদায়ের অ্যাডভেঞ্চারের মানসিকতাকে বিবেচনা করে এই ব্যাচে কিছু উদ্ভাবনী পদক্ষেপ নেওয়া হয়েছে। মিশন কর্মযোগী নীতি অনুসরণ করে নতুন যে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, সেখানে একজন ছাত্র/নাগরিকের থেকে অফিসার ট্রেনি হয়ে ওঠার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। একজন জনসেবক হয়ে ওঠার জন্য “সবকা প্রয়াস” ভাবনায় পদ্ম সম্মান প্রাপকদের সঙ্গে মতবিনিময় করার পাশাপাশি গ্রামীণ ভারতের বিষয়ে ধারণা পাওয়ার জন্য গ্রামে যেতে হয়েছে। প্রত্যন্ত ও সীমান্তবর্তী অঞ্চলের গ্রামগুলি সফর করে অফিসার ট্রেনিরা ঐসব অঞ্চলের বিভিন্ন সমস্যা সম্পর্কে বোঝার চেষ্টা করেছেন। নিরন্তর জ্ঞানলাভ ও নিজস্ব অভিজ্ঞতা থেকে শেখার নীতিতে পাঠক্রমে মডিউলার ব্যবস্থার প্রচলন করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি, ফিটনেস পরীক্ষার মাধ্যমে অফিসার ট্রেনিদের পরীক্ষার বোঝায় ভারাক্রান্ত ছাত্র থেকে স্বাস্থ্যবান তারুণ্যে ভরপুর সিভিল সার্ভেন্টে পরিণত করা হয়েছে। ৪৮৮ জন অফিসার ট্রেনির প্রত্যেককে বিভিন্ন খেলাধূলার সঙ্গে ক্র্যাভ মাগে (আত্মরক্ষার জন্য কৌশল) প্রথম পর্যায়ের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 

সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
Cabinet approves minimum support price for Copra for the 2025 season

Media Coverage

Cabinet approves minimum support price for Copra for the 2025 season
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 21 ডিসেম্বর 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi