প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সহজে ঋণ দান ও আর্থিক অগ্রগতির জন্য সমন্বয় গড়ে তোলা শীর্ষক সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেন।
এই উপলক্ষে এক সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, সরকার গত ৬-৭ বছরে ব্যাঙ্কিং ক্ষেত্রে যে সমস্ত সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে, তা সার্বিক ভাবে ব্যাঙ্কিং ক্ষেত্রে সহায়তা যুগিয়েছে। আর একারণেই আজ ব্যাঙ্কিং ক্ষেত্র খুব শক্তিশালী হয়ে উঠেছে। শ্রী মোদী বলেন, ব্যাঙ্কের আর্থিক স্বাস্থ্য এখন অনেক উন্নত হয়েছে। ২০১৪-র পূর্বে যে সমস্ত সমস্যা ও চ্যালেঞ্জ ছিল তা খুঁজে বের করে এখন একে একে সমাধান করা হচ্ছে। "আমরা ব্যাঙ্কগুলির অনুৎপাদক সম্পদজনিত সমস্যা দূর করেছি, ব্যাঙ্কগুলিকে পুনর্মূলধন যুগিয়েছি ও তাদের ক্ষমতা বৃদ্ধি করেছি। আমরা বিভিন্ন আইন সংশোধন করেছি এবং ডেট রিকভারি বা ঋণ পুনরুদ্ধার ট্রাইব্যুনালকে আরও ক্ষমতা দিয়েছি। এমনকি, করোনার সময় আমরা একটি সতন্ত্র স্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট ভার্টিক্যাল গড়ে তুলেছি," বলেও শ্রী মোদী জানান।
শ্রী মোদী বলেন, আজ দেশের অর্থনীতিতে শক্তি যোগাতে, অর্থ ব্যবস্থায় গতি সঞ্চার করতে এবং ভারতকে স্বনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে ভারতীয় ব্যাঙ্কগুলি যথেষ্ট মজবুত। ভারতীয় ব্যাঙ্কিং ক্ষেত্রে বর্তমান সময় এক বড় মাইলফলক বলে আমি মনেকরি। সাম্প্রতিক বছরগুলিতে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তার ফলে ব্যাঙ্কগুলির মূলধন ভিত্তি আরও মজবুত হয়েছে। এখন ব্যাঙ্কগুলির কাছে পর্যাপ্ত পরিমাণে নগদের যোগান রয়েছে এবং অনুৎপাদক সম্পদজনিত সমস্যা গত ৫ বছরে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। এই পরিস্থিতির ফলে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলির প্রতি আন্তর্জাতিক রেটিং সংস্থাগুলির দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন হয়েছে। শ্রী মোদী বলেন, ব্যাঙ্কগুলি অনুৎপাদক সম্পদ হ্রাস করার ক্ষেত্রে এই মাইলফলক অর্জনের পাশাপাশি এক নতুন ধারার সূচনা করেছে। তিনি ব্যাঙ্কিং ক্ষেত্রকে সম্পদ সৃষ্টি ও কর্মসংস্থানে সহায়ক ভূমিকা পালনের পরামর্শ দেন। তাই ভারতীয় ব্যাঙ্কগুলিকে ব্যালেন্স শিটে নজর দেওয়ার পাশাপাশি দেশের সম্পদ সৃষ্টিতেও সক্রিয় ভূমিকা নিতে বলেন।
প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, গ্রাহকদের প্রতি ব্যাঙ্কগুলিকে আরও সক্রিয় মনোভাব দেখাতে হবে। সেই সঙ্গে গ্রাহক, শিল্প সংস্থা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলির আর্থিক সমস্যার নিরসণেও এগিয়ে আসতে হবে। অবশ্য, এধরণের সমস্যার সঠিক বিশ্লেষণের প্রয়োজনীয়তার ওপরও তিনি জোর দেন। তিনি ব্যাঙ্কগুলির প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাদের এই মনোভাব পরিহার করতে হবে যে, তারা অনুমোদনকারী এবং গ্রাহকরা আবেদনকারী অথবা তারা অর্থ দাতা এবং গ্রাহকরা অর্থ গ্রহিতা; ব্যাঙ্কগুলিকে অংশীদারিত্বের মডেল গ্রহণ করতে হবে। জনধন কর্মসূচি রূপায়ণে উৎসাহ দেখানোর জন্য শ্রী মোদী ব্যাঙ্কিং ক্ষেত্রের প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী বলেন, ব্যাঙ্কগুলিকে তার অংশীদারদের অগ্রগতিতে আরও সংবেশনশীল হতে হবে এবং সক্রিয় ভাবে সামিল হতে হবে। উৎপাদন সংযুক্ত উৎসাহ ভাতা কর্মসূচির উদাহরণ দিয়ে শ্রী মোদী বলেন, সরকার এই ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধিতে শিল্প সংস্থাগুলিকে উৎসাহ ভাতার সুবিধা গ্রহণে সুযোগ করে দিয়েছে। এই কর্মসূচির মাধ্যমে উৎপাদকরা তাদের উৎপাদন ক্ষমতা যাতে কয়েক গুণ বাড়াতে পারেন, তার জন্য উদ্বু্দ্ধ করা হয়েছে। এক্ষেত্রে ব্যাঙ্কগুলি বড় ভূমিকা পালন করতে পারে বলেও প্রধানমন্ত্রী অভিমত প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন ক্ষেত্রে দেশে আমূল পরিবর্তন এবং যে সব কর্মসূচি রূপায়িত হয়েছে তার ফলে এক বিরাট তথ্য ভান্ডার গড়ে উঠেছে। ব্যাঙ্কিং ক্ষেত্রকে এই তথ্য ভান্ডারের সুবিধা নিতে হবে। এই প্রেক্ষিতে শ্রী মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনা, সামিত্ব এবং স্বনিধি কর্মসূচির কথা উল্লেখ করেন। তিনি বলেন, সরকারের এই ফ্ল্যাগশিপ কর্মসূচিগুলিতে সামিল হয়ে ব্যাঙ্কগুলি বড় ভূমিকা নিতে পারে।
আর্থিক অন্তর্ভুক্তিকরণের সার্বিক প্রভাব প্রসঙ্গে শ্রী মোদী বলেন, দেশ যখন আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে কঠোর প্রয়াস চালাচ্ছে, তখন নাগরিকদের উৎপাদনশীল সম্ভাবনা খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ব্যাঙ্কিং ক্ষেত্রের সাম্প্রতিক এক সমীক্ষার উদাহরণ দিয়ে শ্রী মোদী জানান, এই সমীক্ষায় দেখা গেছে যে রাজ্যগুলিতে অধিক সংখ্যায় জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেখানে অপরাধের ঘটনা হ্রাস পেয়েছে। একই ভাবে আজ কর্পোরেট ও স্টার্ট আপ সংস্থাগুলি যে ভাবে এগিয়ে আসছে, তা অভূতপূর্ব। এরকম পরিস্থিতিতে ভারতের প্রত্যাশা পূরণে তহবিল যোগান ও লগ্নির ক্ষেত্রে এর থেকে ভাল সময় আসতে আর পারে না।
জাতীয় লক্ষ্য ও অঙ্গিকারের সঙ্গে নিজেদের সামিল করে এগিয়ে চলার জন্য ব্যাঙ্কিং ক্ষেত্রের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রক ও ব্যাঙ্কগুলিকে একত্রিত করে যে ওয়েব ভিত্তিক প্রকল্প খাতে তহবিল যোগানের ওপর নজরদারির প্রস্তাব করেছে, প্রধানমন্ত্রী তার প্রশংসা করেন। তিনি বলেন, গতিশক্তি পোর্টালের সঙ্গে যদি তহবিল যোগানে নজরদারির এই ব্যবস্থাকে একত্রিত করা যায়, তাহলে তহবিল খরচের ওপর আরও নজর দেওয়া সম্ভব হবে। স্বাধীনতার এই অমৃতকালে ভারতীয় ব্যাঙ্কগুলিকে আরও বেশি চিন্তা-ভাবনা ও সৃজনশীল প্রয়াস নিয়ে অগ্রসর হতে হবে বলে প্রধানমন্ত্রী অভিমত প্রকাশ করেন।
सरकार ने बीते 6-7 वर्षों में बैंकिंग सेक्टर में जो Reforms किए, बैंकिंग सेक्टर का हर तरह से सपोर्ट किया, उस वजह से आज देश का बैंकिंग सेक्टर बहुत मजबूत स्थिति में है।
— PMO India (@PMOIndia) November 18, 2021
आप भी ये महसूस करते हैं कि बैंकों की Financial Health अब काफी सुधरी हुई स्थिति में है: PM @narendramodi
हम IBC जैसे reforms लाए, अनेक कानूनों में सुधार किए, Debt recovery tribunal को सशक्त किया।
— PMO India (@PMOIndia) November 18, 2021
कोरोना काल में देश में एक dedicated Stressed Asset Management Vertical का गठन भी किया गया: PM @narendramodi
2014 के पहले की जितनी भी परेशानियां थीं, चुनौतियां थीं हमने एक-एक करके उनके समाधान के रास्ते तलाशे हैं।
— PMO India (@PMOIndia) November 18, 2021
हमने NPAs की समस्या को एड्रेस किया, बैंकों को recapitalize किया, उनकी ताकत को बढ़ाया: PM @narendramodi
आज भारत के बैंकों की ताकत इतनी बढ़ चुकी है कि वो देश की इकॉनॉमी को नई ऊर्जा देने में, एक बड़ा Push देने में, भारत को आत्मनिर्भर बनाने में बहुत बड़ी भूमिका निभा सकते हैं।
— PMO India (@PMOIndia) November 18, 2021
मैं इस Phase को भारत के बैंकिंग सेक्टर का एक बड़ा milestone मानता हूं: PM @narendramodi
आप Approver हैं और सामने वाला Applicant, आप दाता हैं और सामने वाला याचक, इस भावना को छोड़कर अब बैंकों को पार्टनरशिप का मॉडल अपनाना होगा: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 18, 2021
आप सभी PLI स्कीम के बारे में जानते हैं। इसमें सरकार भी कुछ ऐसा ही कर रही है।
— PMO India (@PMOIndia) November 18, 2021
जो भारत के मैन्यूफैक्चर्स हैं, वो अपनी कपैसिटी कई गुना बढ़ाएं, खुद को ग्लोबल कंपनी में बदलें, इसके लिए सरकार उन्हें प्रॉडक्शन पर इंसेटिव दे रही है: PM @narendramodi
बीते कुछ समय में देश में जो बड़े-बड़े परिवर्तन हुए हैं, जो योजनाएं लागू हुई हैं, उनसे जो देश में डेटा का बड़ा पूल क्रिएट हुआ है, उनका लाभ बैंकिंग सेक्टर को जरूर उठाना चाहिए: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 18, 2021
आज जब देश financial inclusion पर इतनी मेहनत कर रहा है तब नागरिकों के productive potential को अनलॉक करना बहुत जरूरी है।
— PMO India (@PMOIndia) November 18, 2021
जैसे अभी बैंकिंग सेक्टर की ही एक रिसर्च में सामने आया है कि जिन राज्यों में जनधन खाते जितने ज्यादा खुले हैं, वहां क्राइम रेट उतना ही कम हुआ है: PM @narendramodi
आज Corporates और start-ups जिस स्केल पर आगे आ रहे हैं, वो अभूतपूर्व है।
— PMO India (@PMOIndia) November 18, 2021
ऐसे में भारत की Aspirations को मजबूत करने का, फंड करने का, उनमें इन्वेस्ट करने का इससे बेहतरीन समय क्या हो सकता है? - PM @narendramodi