প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ডিজিলকারের সঙ্গে ‘খেলো ইন্ডিয়া’ শংসাপত্রের সংযুক্তিকরণকে স্বীকৃতি দিয়েছেন।
এক ট্যুইট বার্তায় কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর জানান, ‘খেলো ইন্ডিয়া’ শংসাপত্রের সঙ্গে ডিজিলকারের সংযুক্তিকরণ ঘটানো হয়েছে।
এই ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন :
“ক্রীড়াবিদ, সহযোগী কর্মী, আধিকারিক এবং অন্যরা এর ফলে উপকৃত হবেন।”
This will be advantageous for the athletes, support staff, officials and others. https://t.co/tiOJSGsf4L
— Narendra Modi (@narendramodi) April 8, 2023