প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৩ বছর বয়সী মীণাক্ষি ক্ষত্রিয় নি-ক্ষয় মিত্র হিসাবে নিজের নাম নথিভুক্ত করায় এবং যক্ষ্মা রোগীদের দেখাশোনার করার দায়িত্ব নেওয়ায় প্রশংসা করেছেন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ মনসুখ মান্ডব্যের এক ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন, “উল্লেখযোগ্য চিন্তাভাবনা, যক্ষ্মা মুক্ত ভারত গঠনের লক্ষ্যকে উজ্জীবিত করবে এই প্রচেষ্টা”।
Noteworthy gesture, which will boost the efforts towards achieving TB-free India. https://t.co/IAFh4k65Em
— Narendra Modi (@narendramodi) February 4, 2023