প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী টোকিও অলিম্পিকের জন্য জাপানের প্রধানমন্ত্রী মিঃ যোশিহিদে সুগা-কে অভিনন্দন জানিয়েছেন।
এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “টোকিও ২০২০ অলিম্পিক এবং প্যারালিম্পিকের জন্য প্রধানমন্ত্রী সুগা ও জাপানকে অভিনন্দন জানাই। বিশ্বের সেরা ক্রীড়াবিদদের সর্বশ্রেষ্ঠ ক্রীড়া নৈপুণ্য দেখার ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী”।
Wishing PM @sugawitter and 🇯🇵 the very best for #Tokyo2020 @Olympics and @Paralympics. We look forward to a season of incredible performances by the world's best sportspersons! @Tokyo2020
— Narendra Modi (@narendramodi) July 23, 2021