প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হ্যাংঝাউ-তে আয়োজিত এশিয়ান গেমস্ – এ মহিলাদের তিরন্দাজীর কম্পাউন্ড দলগত বিভাগে স্বর্ণ পদক জয়ী জ্যোতি সুরেখা ভেন্নাম, পরমিত কউর এবং অদিতি গোপীচাঁদ-কে অভিনন্দন জানিয়েছেন।
এক্স পোস্ট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ভারতীয় মহিলা তিরন্দাজরা কম্পাউন্ড দলগত বিভাগে স্বর্ণ পদক জয় করেছেন! জ্যোতি সুরেখা ভেন্নাম, পরমিত কউর এবং অদিতি গোপীচাঁদ-কে তাঁদের দুর্দান্ত ফলাফলের জন্য অভিনন্দন। তাঁদের নিষ্ঠা ও অবিচল লক্ষ্য দেশকে গর্বিত করেছে। এই জয় তাঁদের দক্ষতা ও দলগত ফলাফলের বিশেষ নিদর্শন”।
India's Women Archers win the Gold Medal in the Compound Team event! Congratulations to @VJSurekha, @Parrneettt, and Aditi Gopichand! Their flawless performance, focus, and dedication have made our nation incredibly proud. This victory is a testament to their exceptional skill… pic.twitter.com/CiDpdx4PgP
— Narendra Modi (@narendramodi) October 5, 2023