পুণের আর্মি ইনস্টিটিউট অফ কার্ডিও থোরাসিক সায়েন্সেস (আইআইসিটিএস)-এর চিকিৎসকরা দু’সপ্তাহে দ্বিতীয়বার হৃদযন্ত্র প্রতিস্থাপন করায় তাঁদের সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
ভারতীয় সেনার দক্ষিণাঞ্চল কম্যান্ডের এক ট্যুইটের উত্তরে প্রধানমন্ত্রী বলেছেন :
“প্রশংসনীয় প্রয়াস। এর সঙ্গে জড়িত সকলকে আমি সাধুবাদ জানাচ্ছি।”
Commendable effort. I appreciate all those involved in this. https://t.co/QLEAaGpccS
— Narendra Modi (@narendramodi) February 15, 2023