প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদী আজ মাদ্রিদে স্পেনের প্রেসিডেন্ট মিঃ মারিয়ানো রেজয়-এর সঙ্গেএক আলোচনা-বৈঠকে মিলিত হন।
এসম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, আজকের কথাবার্তা দু’দেশের মধ্যে সম্পর্ককে আরও নিবিড়করে তোলার কাজে বিশেষভাবে সাহায্য করবে। তিনি বলেন, পরস্পর সংযুক্ত তথা পরস্পরনির্ভরশীল এই বিশ্ব পরিবেশে পারস্পরিক কল্যাণের লক্ষ্যে একযোগে কাজ করে যেতে পারেভারত ও স্পেন এবং তাতে লাভবান হবে সমগ্র বিশ্বই। প্রেসিডেন্ট রেজয়-কে তিনি একবিশেষ দৃষ্টিভঙ্গী সম্পন্ন নেতা বলে অভিহিত করেন।
শ্রীমোদী বলেন, ভারত ও স্পেন উভয়েই সন্ত্রাসের ধ্বংসলীলা প্রত্যক্ষ করেছে। তাই এরমোকাবিলায় জোর দিয়েছে দুটি দেশই।
একবিরাট অর্থনৈতিক সংস্কার কর্মসূচিতে ভারত ও স্পেন যুক্ত রয়েছে বলে বর্ণনা করেনপ্রধানমন্ত্রী। রেল, পরিকাঠামো এবং স্মার্ট নগরী গড়ে তোলার কাজে দু’দেশের সহযোগিতাপ্রসারের বিশেষ সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি।
প্রধানমন্ত্রীবলেন, ভারত ও স্পেনের মধ্যে সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচনের মাধ্যমে নতুন ভারতগড়ে তোলার স্বপ্ন আরও বেশি করে উৎসাহিত হবে ।
এদিনদু’দেশের মধ্যে বিনিময় হয় সাতটি চুক্তি। জ্বালানি, নিরাপত্তা এবং অসামরিক বিমানপরিবহণ সহ বিভিন্ন বিষয়ে এই চুক্তিগুলি সম্পাদিত হয়।
পরেপ্রধানমন্ত্রী এক বৈঠকে মিলিত হন স্পেনের সিইও-দের সঙ্গে। ভারতে স্পেনের বিনিয়োগেরপ্রচুর সম্ভাবনা রয়েছে বলে মত প্রকাশ করা হয় এই বৈঠকে । বিশেষত, পরিকাঠামো, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি,খাদ্য প্রক্রিয়াকরণ, স্বয়ংক্রিয় যান, সুতিবস্ত্র ও রাসায়নিক উৎপাদন ক্ষেত্রে এইবিনিয়োগের সম্ভাবনা বিশেষভাবে উল্লেখযোগ্য বলে মনে করেন প্রধানমন্ত্রী।
ভারতেরস্মার্ট নগরী কর্মসূচিতে অংশগ্রহণের জন্য স্পেনকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।জিএসটি সহ ভারতে যে সমস্ত প্রধান প্রধান অর্থনৈতিক কর্মসূচির সূচনা হয়েছে, তারওএকটি রূপরেখা এদিন তুলে ধরেন তিনি। শ্রী মোদী বলেন যে ‘মেক ইন ইন্ডিয়া’, ‘ডিজিটালইন্ডিয়া’ এবং ‘স্টার্ট আপ ইন্ডিয়া’ বিশ্বের বিনিয়োগ প্রচেষ্টায় এক চুম্বক শক্তির কাজকরে চলেছে।
প্রধানমন্ত্রীএক সাক্ষাৎকারে মিলিত হন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপের সঙ্গেও।
We are in favour of making ties with Spain even more productive in the coming years: PM @narendramodi in Madrid
— PMO India (@PMOIndia) May 31, 2017
I am sure the discussions with President @marianorajoy will lead to enhancement of India-Spain bilateral ties: PM @narendramodi
— PMO India (@PMOIndia) May 31, 2017
PM @narendramodi meets President @marianorajoy. @desdelamoncloa pic.twitter.com/aEPTc9lcrA
— PMO India (@PMOIndia) May 31, 2017
India and Spain can cooperate in so many areas, including infrastructure. We must have even closer economic ties: PM @narendramodi pic.twitter.com/q8Hzv4wuGV
— PMO India (@PMOIndia) May 31, 2017
Glad to have met President @marianorajoy & held wide-ranging talks with him on further cementing India-Spain relations. pic.twitter.com/wEeTskefbX
— Narendra Modi (@narendramodi) May 31, 2017
Sharing my remarks on the talks with President @marianorajoy. https://t.co/t7w3AVXSaP pic.twitter.com/f5BLul57jJ
— Narendra Modi (@narendramodi) May 31, 2017
Es nuestro deseo trabajar estrechamente con España en el ámbito económico pic.twitter.com/HeKNKjks38
— Narendra Modi (@narendramodi) May 31, 2017
la lucha contra la amenaza del terrorismo y el fomento de lazos culturales más profundos. pic.twitter.com/3Pt1zqXLu6
— Narendra Modi (@narendramodi) May 31, 2017
India seeks to work closely with Spain in the economic sphere, combating the menace of terror & promoting deeper cultural ties. pic.twitter.com/VGEi7twtdw
— Narendra Modi (@narendramodi) May 31, 2017