প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কাতারের দোহায় আজ সেদেশের প্রধানমন্ত্রী ও বিদেশ মন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আব্দুলরহমান আল থানির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
উভয় নেতা ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানী, অর্থনীতি এবং প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে মতবিনিময় করেছেন। আলোচনায় পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও কথা হয়েছে। তাঁরা এই অঞ্চল সহ সমগ্র বিশ্বে শান্তি ও স্থিতবস্থা বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছেন।
প্রধানমন্ত্রী এরপর কাতারের প্রধানমন্ত্রীর উদ্যোগে তাঁর সম্মানে আয়োজিত নৈশভোজে যোগ দেন।
Had a wonderful meeting with PM @MBA_AlThani_. Our discussions revolved around ways to boost India-Qatar friendship. pic.twitter.com/5PMlbr8nBQ
— Narendra Modi (@narendramodi) February 14, 2024