প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার জন্য অপারেশন গঙ্গার উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকের পৌরোহিত্য করেছেন। এই বিষয়ে উপর এটি শ্রী মোদীর দ্বিতীয় বৈঠক। প্রধানমন্ত্রী জানান, সব ভারতীয় নাগরিক যাতে নিরাপদ ও সুরক্ষিত থাকেন, তা নিশ্চিত করতে সরকারী প্রশাসন ২৪ ঘন্টাই সক্রিয় রয়েছে।
শ্রী এই প্রসঙ্গে উল্লেখ করেন, আটকে থাকা ভারতীয়দের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য তাঁর বিশেষ দূত হিসেবে চারজন উচ্চপদস্থ মন্ত্রী বিভিন্ন দেশ সফর করছেন। এই বিষয়টিকে সরকার যে অগ্রাধিকার দিচ্ছে, এর মধ্যদিয়ে তা প্রতিফলিত হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, ইউক্রেনের উদ্ভুত মানব সভ্যতার সঙ্কট নিরসনে ভারত সে দেশে ত্রাণ সমগ্রী পাঠানোর পরিকল্পনা করেছে। আগামীকাল এই ত্রাণ পাঠানো শুরু হবে।
ভারত, সারা বিশ্বকে অভিন্ন পরিবার বলে মনে করে। প্রধানমন্ত্রী জানান, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের অথবা উন্নয়নশীল কোনো দেশের নাগরিকরা যদি ইউক্রেনে আটকে পড়েন এবং সাহায্য চান, ভারত তাদেরকেও সাহায্য করতে প্রস্তুত।