প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৩-২৪ সময়কালে এযাবৎ সবচেয়ে বেশি সংখ্যায় মেধাস্বত্ব প্রদানের বিষয়টিতে আনন্দ প্রকাশ করেছেন।
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের এক্স বার্তার প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী এক্স পোস্ট করেছেন ;
“উদ্ভাবনা-ভিত্তিক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে আমাদের যাত্রায় একটি মাইল ফলক। এর ফলে বিশেষভাবে উপকৃত হবেন আমাদের যুবারা।”
This is a notable feat, marking a milestone in our journey towards an innovation-driven knowledge economy. India’s youth will be great beneficiaries of such strides. https://t.co/IQ6IJIYrBZ
— Narendra Modi (@narendramodi) November 17, 2023