মাননীয় প্রধানমন্ত্রী মিতসোতাকিস,
উভয় দেশের প্রতিনিধিবৃন্দ,
সংবাদমাধ্যমের বন্ধুরা,
নমস্কার!
প্রধানমন্ত্রী মিতসোতাকিস এবং তাঁর প্রতিনিধিদলকে ভারতে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। গত বছর আমার গ্রীস সফরের পর তাঁর এই ভারত সফরে আসা উভয় দেশের কৌশলগত সহযোগিতা শক্তিশালী করার সাক্ষ্য বহন করছে। ভারতে গ্রীসের প্রধানমন্ত্রীর দীর্ঘদিন, অর্থাৎ প্রায় ১৬ বছর পরে আসার বস্তুত এক ঐতিহাসিক ঘটনা।
বন্ধুগণ,
আমাদের আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী। এটা নিঃসন্দেহে আনন্দের যে ২০৩০-এর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। আমরা বিভিন্ন সম্ভাবনার ক্ষেত্রকে চিহ্নিত করেছি যাতে আমাদের সহযোগিতার ক্ষেত্রে নতুন লক্ষ্য এবং শক্তি সঞ্চারিত হয়। উভয় দেশের মধ্যে কৃষিক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও ঘনিষ্ঠ করার অনেক সম্ভাবনা রয়েছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, গত বছর এই লক্ষ্যে যে সহমত হয়েছে, তা রূপায়ণের জন্য উভয় দেশই পদক্ষেপ নিচ্ছে। আমরা ওষুধ ক্ষেত্র, চিকিৎসা সরঞ্জাম, প্রযুক্তি উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন ও মহাকাশ ক্ষেত্রের মতো এলাকাগুলিতে সহযোগিতা প্রসারের ওপর জোর দিয়েছি।
উভয় দেশের স্টার্ট-আপ সংযোগ নিয়ে আমাদের আলোচনা হয়েছে। জাহাজ চলাচল এবং যোগাযোগ উভয় দেশের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। এ সমস্ত ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি।
বন্ধুগণ,
প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে আমাদের পারস্পরিক বিশ্বাস প্রতিফলিত হয়। এক্ষেত্রে যৌথ কর্মীগোষ্ঠী গঠনের মাধ্যমে প্রতিরক্ষা, সাইবার সুরক্ষা, সন্ত্রাস প্রতিরোধ এবং সামুদ্রিক নিরাপত্তার মতো চ্যালেঞ্জের ক্ষেত্রে পারস্পরিক সমন্বয় আমরা বাড়িয়ে যাব। ভারতে প্রতিরক্ষা নির্মাণের নতুন সুযোগ সৃষ্টিতে যৌথ অংশীদারিত্বের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সন্ত্রাসবাদ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ ভারত ও গ্রীস উভয় দেশেরই যৌথ উদ্বেগ ও অগ্রাধিকারের দিক। এক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও কি করে শক্তিশালী করা যায় তা নিয়ে আমরা আলোচনা করেছি।
উভয় দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সহযোগিতা প্রসারের বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়েছি। আগামী বছর ভারত-গ্রীস কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর উদযাপনের যৌথ পরিকল্পনা প্রস্তুতের সিদ্ধান্ত নিয়েছি আমরা। এর মাধ্যমে আমরা উভয়ের ঐতিহ্য, বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন, ক্রীড়া ও অন্যান্য ক্ষেত্রে বিশ্বের সামনে আমাদের সাফল্যকে তুলে ধরতে পারব।
বন্ধুগণ,
আজকের বৈঠকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আমরা সহমত যে সমস্ত রকম বিতর্ক এবং উদ্বেগকে কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা দরকার। ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় গ্রীসের সক্রিয় অংশগ্রহণ এবং সদর্থক ভূমিকাকে আমরা সাধুবাদ জানাই। পূর্ব ভূ-মধ্যসাগরীয় এলাকায় সহযোগিতা সংক্রান্ত চুক্তি রয়েছে। ভারতের জি-২০ সভাপতিত্বকালে চালু হওয়া আইএমইসি করিডর আগামীদিনে মানবতার বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।
রাষ্ট্রসঙ্ঘ এবং অন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সংস্কারের ব্যাপারে আমরা সহমত। বিশ্ব শান্তি এবং সুস্থায়িত্বের পথে ভারত ও গ্রীস একযোগে কাজ করে যাবে।
মহামহিম,
আজ সন্ধ্যায় মুখ্য অতিথি হিসেবে আপনি রাইসিনা আলোচনায় যোগ দেবেন। আপনার ভাষণ শুনতে আমরা সাগ্রহে অপেক্ষা করে আছি। আপনার ভারত সফর এবং ফলপ্রসূ আলোচনার জন্য আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই।
প্রধানমন্ত্রীর মূল বিবৃতিটি হিন্দিতে ছিল
प्रधानमंत्री @kmitsotakis और उनके delegation का भारत में स्वागत करते हुए मुझे बहुत ख़ुशी हो रही है।
— PMO India (@PMOIndia) February 21, 2024
पिछले वर्ष मेरी ग्रीस यात्रा के बाद उनकी यह भारत यात्रा दोनों देशों के बीच मजबूत होती strategic partnership का संकेत है: PM @narendramodi
Defence और Security में बढ़ता सहयोग हमारे गहरे आपसी विश्वास को दर्शाता है।
— PMO India (@PMOIndia) February 21, 2024
इस क्षेत्र में Working Group के गठन से हम defence, cyber security, counter-terrorism, maritime security जैसी साझा चुनौतियों पर आपसी समन्वय बढ़ा सकेंगे: PM
आतंकवाद के खिलाफ लड़ाई में भारत और ग्रीस की चिंताएं और प्राथमिकताएं समान हैं।
— PMO India (@PMOIndia) February 21, 2024
हमने इस क्षेत्र में अपने सहयोग को और अधिक मज़बूत करने पर विस्तारपूर्वक चर्चा की: PM
दो प्राचीन और महान सभ्यताओं के रूप में भारत और ग्रीस के बीच गहरे सांस्कृतिक और people-to-people संबंधों का लम्बा इतिहास है।
— PMO India (@PMOIndia) February 21, 2024
लगभग ढाई हज़ार वर्षों से दोनों देशों के लोग व्यापारिक और सांस्कृतिक संबंधों के साथ-साथ विचारों का भी आदान प्रदान करते रहे हैं: PM @narendramodi
हम सहमत हैं कि सभी विवादों और तनावों का समाधान dialogue और diplomacy के माध्यम से किया जाना चाहिए।
— PMO India (@PMOIndia) February 21, 2024
हम Indo-Pacific में ग्रीस की सक्रीय भागीदारी और सकारात्मक भूमिका का स्वागत करते हैं।
यह ख़ुशी का विषय है कि ग्रीस ने Indo-Pacific Oceans Initiative से जुड़ने का निर्णय लिया है: PM