It is my singular honour to be the first ever Prime Minister of India to undertake this ground breaking visit to Israel: Shri Modi
My visit (to Israel) celebrates the strength of centuries old links between our societies, says PM Modi
The talented and skilled youth of India are its driving force. They propel my vision to transform India: PM Modi

মাননীয়প্রধানমন্ত্রী নেতানিয়াহু,  

ভদ্র মহিলা ওভদ্র মহোদয়গণ,  

সালোম লেকুলাম আনি সেমিয়া মেয়দ লেহিওৎ পো (ইজরায়েলে আসতে পেরে আমি আনন্দিত)। ইজরায়েল সফরেআসা প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে এ হ’ল আমার এক অনন্য সম্মান। আমারবন্ধুস্থানীয় প্রধানমন্ত্রী নেতানিয়াহু’কে আমি ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণজানানোর জন্য এবং সেই সঙ্গে আমাকে এইভাবে পরম আন্তরিকতার সঙ্গে গ্রহণ করার জন্য।আমার এই সফর দু’দেশের সমাজ ব্যবস্থার শতাব্দী প্রাচীন সম্পর্কের শক্তির এক বিশেষউদযাপন। এই মৈত্রীবন্ধন’কে ভিত্তি করে আমাদের অংশীদারিত্বের সম্পর্ক নিরন্তরবৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে হয়ে উঠেছে যথেষ্ট শক্তিশালীও। ২৫ বছর আগে আমাদের পূর্ণকূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে পারস্পরিক অংশীদারিত্বের মাত্রা পৌঁছে গেছে একবিশেষ উচ্চতায়।

 

বন্ধুগণ,  

ইজরায়েলেরজনসাধারণ গণতান্ত্রিক নীতিকে অবলম্বন করে গড়ে তুলেছে এই জাতিটিকে। কঠোর শ্রম এবংউদ্ভাবনী শক্তির সাহায্যে তা আরও পূর্ণতা লাভ করেছে। সমস্ত রকম প্রতিকূলতাসত্ত্বেও আপনারা এগিয়ে গেছেন অগ্রগতির পথে এবং চ্যালেঞ্জকে পরিবর্তিত করেছেন একবিশেষ সুযোগে। আপনাদের এই সাফল্যকে ভারত সাধুবাদ জানায়।   

এন্টিবি’রসেই সংঘর্ষের সময় থেকে ঠিক ৪১টি বছর অতিক্রম করে আজ আবার এসেছে ৪ জুলাই-এর বিশেষদিনটি। ঐ দিনটিতেই আপনাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং আমার বন্ধু বিবি হারিয়েছিলেনতাঁর জ্যেষ্ঠ ভ্রাতা ইয়োনি’কে।  অসংখ্যইজরায়েলি শরণার্থীদের প্রাণ রক্ষা করতে গিয়ে তিনি আত্মবিসর্জন দিয়েছিলেন। আপনাদেরদেশে এই ধরণের বীর ও সাহসী যোদ্ধারাই তরুণ প্রজন্মের কাছে প্রেরণাস্বরূপ।  

বন্ধুগণ,  

সভ্যতারইতিহাসের দিক দিয়ে ভারত সুপ্রাচীন হলেও জাতি হিসাবে সে এখনও নবীন। ভারতের মোটজনসংখ্যার ৮০ কোটির বয়স এখনও ৩৫ বছরের নীচে। ভারতের চালিকাশক্তি হ’ল দক্ষ ও মেধাবীতরুণরাই। দেশের শিল্প, অর্থনীতি, বাণিজ্য প্রচেষ্টা এমনকি বিশ্ব মুখিনতার দিকথেকেও ভারতের রূপান্তরের যে স্বপ্ন আমার রয়েছে, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার কান্ডারীহলেন তাঁরাই।

বন্ধুগণ,  

ভারত তারসার্বিক বিকাশ ও নিরন্তর অগ্রগতির পথে ইজরায়েল’কে এক অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার বলেইমনে করে। উন্নয়নের যাত্রাপথে আমাদের এই দুটি দেশের যে সাধারণ চ্যালেঞ্জগুলি রয়েছেতার মোকাবিলায় প্রয়োজন বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন এবং উচ্চতর কারিগরি শিক্ষারওপর আরও বেশি করে জোর দেওয়া। এই ক্ষেত্রগুলিতে দু’দেশের উচ্চ দক্ষতাসম্পন্নযুবসমাজ এবং শিল্পোদ্যোগীদের সৃজনশীলতা ও চিন্তাভাবনাকে যুক্ত করা সম্ভব। মিলিতঅর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে এক অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তোলা ছাড়াওসন্ত্রাসবাদের মতো সাধারণ হুমকিগুলির মোকাবিলায় আমাদের দু’দেশের সমাজকে সুরক্ষিতকরে তোলার প্রচেষ্টাতেও আমরা বর্তমানে সহযোগিতাবদ্ধ।  

এইক্ষেত্রগুলিতে নিরন্তর এক অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তোলার বিষয়ে প্রধানমন্ত্রীনেতানিয়াহু’র সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের সুযোগ আমি লাভ করব। ইজরায়েলে বসবাসকারীভারতীয় বংশোদ্ভূত গোষ্ঠীগুলির সদস্যদের সঙ্গেও সাক্ষাৎকার ও আলাপচারিতায় মিলিতহওয়ার জন্য আমি বিশেষভাবে আগ্রহী। এঁদের মধ্যে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত বহুইহুদি-ও। তাঁরা সকলেই মিলিতভাবে সমৃদ্ধ করে তুলেছেন আমাদের দু’দেশের সমাজব্যবস্থাকে।

 

 

 

 

মাননীয়প্রধানমন্ত্রী ও বন্ধুগণ,  

আমার এইসফরের মধ্য দিয়ে শুরু হ’ল দু’দেশের সম্পর্কের এক অভূতপূর্ব যাত্রা। আমাদের দুটিদেশের জনসাধারণ তথা সমাজের কল্যাণে এই যাত্রাপথে পরস্পরের সঙ্গী হওয়ার জন্য আমরাযথেষ্ট রোমাঞ্চিত। আমাদের এই অগ্রগতির পথে আমার লক্ষ্য হবে ইজরায়েলের সঙ্গে স্থায়ীও শক্তিশালী অংশীদারিত্বের বন্ধনকে আরও জোরদার করে তোলা। আমাকে এত সুন্দরভাবেস্বাগত জানানোর জন্য আমি আরও একবার ধন্যবাদ জানাই আপনাদের সকলকেই।   

ধন্যবাদ। আপনাদেরসকলকে অনেক অনেক ধন্যবাদ।

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 21 নভেম্বর 2024
November 21, 2024

PM Modi's International Accolades: A Reflection of India's Growing Influence on the World Stage