ইউক্রেনের রাষ্ট্রপতি শ্রী ভোলোদিমির জেলেনস্কি আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে সদ্য অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে সাফল্যের জন্য অভিনন্দন জানান।
টেলিফোন বার্তায় প্রধানমন্ত্রী ইউক্রেনের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে দু’দেশের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
উভয় নেতা নিজেদের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখার উপর গুরুত্ব দেন। নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করে, সেখানে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা হবে। এর সুফল দু’দেশের জনগণের কাছে যাতে পৌঁছয়, তা নিশ্চিত করা হবে।
ইউক্রেনের চলমান সংঘাতের আবহে প্রধানমন্ত্রী আবারও ভারতের জনমুখী উদ্যোগ গ্রহণের প্রসঙ্গ উল্লেখ করেন। ভারত মনে করে, কূটনৈতিক আলাপ-আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ পদ্ধতিতে দীর্ঘস্থায়ী এক সমাধান সম্ভব।
উভয় নেতা পরস্পরের সঙ্গে যোগাযোগ রেখে চলার সিদ্ধান্ত নিয়েছেন।