US President Barack Obama will join Prime Minister Narendra Modi in a special edition of his monthly radio address
Login or Register to add your comment
প্রধানমন্ত্রী তাঁর গতকালের মন কি বাত পর্বে গায়ানার ভারতীয় সম্প্রদায়ের প্রশংসা করেন
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তাঁর এক পেড় মা কি নাম কর্মসূচিতে সমর্থন জানানোয় গায়ানার রাষ্ট্রপতি ডঃ ইরফান আলিকে ধন্যবাদ জানান। শ্রী মোদী তাঁর গতকালের মন কি বাত – এর পর্বে গায়ানায় বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের প্রশংসা করেন
প্রধানমন্ত্রী গায়ানার রাষ্ট্রপতি ডঃ ইরফান আলির একটি পোস্টের জবাবে এক্স বার্তায় বলেন, “আপনার এই সমর্থনের কথা আমি সর্বদাই মনে রাখব। আমি আমার #MannKiBaat অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেছি। মন কি বাত – এর এই পর্বে আমি গায়ানায় বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের প্রশংসাও করেছি।
@DrMohamedIrfaa1
@presidentaligy”
Your support will always be cherished. I talked about it during my #MannKiBaat programme. Also appreciated the Indian community in Guyana in the same episode. @DrMohamedIrfaa1 @presidentaligy https://t.co/1pUrdJVsFl
— Narendra Modi (@narendramodi) November 25, 2024