The two leaders agree to continue working together on the 'Horizon 2047' roadmap
PM greets on the 80th anniversary of the D-Day
PM conveys his best wishes for the upcoming Paris Olympics

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের রাষ্ট্রপতি ইমান্যুয়েল ম্যাক্রোঁর থেকে  টেলিফোন পান।
প্রেসিডেন্ট ম্যাক্রোঁ আন্তরিকভাবে অভিনন্দন জানান প্রধানমন্ত্রীকে তাঁর ঐতিহাসিক নির্বাচনী জয়ের জন্য। সেইসঙ্গে, পরপর তিনবার নির্বাচিত হওয়ার জন্য শুভেচ্ছা জানান। 
প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ম্যাক্রোঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভারত ও ফ্রান্সের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছবে বলে আশা প্রকাশ করেন।
“হরাইজম ২০৪৭” পথচিত্রে গৃহীত প্রতিশ্রুতিগুলি পূরণে একসঙ্গে কাজ করার ব্যাপারে সহমত হন উভয় নেতা।
প্রধানমন্ত্রী ঐতিহাসিক ডি-ডে’র ৮০তম বার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে শুভেচ্ছা জানান।
তিনি আসন্ন প্যারিস অলিম্পিক এবং প্যারালিম্পিকের জন্য শুভেচ্ছা জানান।
দুই নেতাই পারস্পরিক সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দেন”।

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
When PM Modi Fulfilled A Special Request From 101-Year-Old IFS Officer’s Kin In Kuwait

Media Coverage

When PM Modi Fulfilled A Special Request From 101-Year-Old IFS Officer’s Kin In Kuwait
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 21 ডিসেম্বর 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi