প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনা কেন্দ্রে জি-২০ প্রতিনিধিদলের পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেছেন।
কেন্দ্রীয় মন্ত্রী ডঃ মনসুখ মাণ্ডব্যর একটি ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী ট্যুইট করেছেন :
“প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনা একটি ঐতিহাসিক উদ্যোগ যার লক্ষ্য সুলভে স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা। এতে দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর জন্য উল্লেখযোগ্য সাশ্রয় নিশ্চিত হয়েছে। দেখে খুশি যে মাননীয় জি-২০ প্রতিনিধিগণ এই কর্মসূচির বৈশিষ্ট্যগুলি দেখার সুযোগ পেলেন।”
Pradhan Mantri Bharatiya Janaushadhi Pariyojana is a landmark initiative aimed at ensuring affordable healthcare. It has ensured significant savings for the poor and middle classes. Glad to see that esteemed G-20 delegates got the opportunity to see aspects of this scheme. https://t.co/aihCXOs8vs
— Narendra Modi (@narendramodi) April 19, 2023