তুরস্কের রাষ্ট্রপতি শ্রী রিসেপ তায়িপ এরডোগান আজ (১১ মার্চ) প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেন।
রাষ্ট্রপতি এরডোগান ভারতে সাম্প্রতিক জঙ্গি আক্রমণে হতাহতদের প্রতি সমবেদনা প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেন, বিশ্ব শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে সন্ত্রাস এখনও বড় বিপদ হয়ে রয়েছে। তিনি সন্ত্রাসের বিরুদ্ধে দ্রুত, স্পষ্ট এবং কঠোর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট দেশগুলিকে উদ্যোগী হওয়ার ওপর গুরুত্ব দেন।